জিটিভি (গাজী টেলিভিশন)-এর নতুন ধারাবাহিক নাটক ‘মায়াজাল’। ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে তিনটি পরিবারের নানাবিধ ঘটনা, দূর্ঘটনা নিয়ে।
উচ্চবিত্ত পরিবারের আশরাফ সাহেবের মেয়ে কৃপাকে কেন্দ্র করেই ধারাবাহিক নাটক ‘মায়াজাল’-এর কাহিনীর শুরু। হঠাৎ করেই একদিন কৃপাকে কোথাও খুঁজে পাওয়া যায় না। আশরাফ সাহেবের সন্দেহ, মধ্যবিত্ত পরিবার ফয়েজ সাহেবের ছেলে রাতুলের উপর। এই ঘটনায় জড়িয়ে পড়ে দুই পরিবারের আত্মীয় শাহেদ সাহেব। বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। চলতে থাকে তিন পরিবারের মধ্যে দ্বন্দ্ব।
ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- আল মনসুর, এস এম মহসিন, রহমত আলী, সাবেরী আলম, চিত্রলেখা গুহ, আজিজুল হাকিম, তৌকির আহমেদ, শহীদুজ্জাম সেলিম, তানিয়া আহমেদ, নওশাবা, আলভী, নিশো, আবিদ রোহান, দীপা খন্দকার, নাদিয়া, অহনা প্রমূখ।
শামস উদ দোহার রচনা ও মিজানুর রহমান লাবুর পরিচালনায় ধারাবাহিকটি সপ্তাহের প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ০৫মিনিটে জিটিভিতে প্রচার হচ্ছে।
বাংলাদেশ সময় ১৫৫৫ ঘন্টা, সেপ্টেম্বর ০২, ২০১২
সম্পাদনা : বিপুল হাসান, বিভাগীয় সম্পাদক