ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

বিনোদন

নায়াগ্রা জলপ্রপাতে ঘোরার স্বপ্ন পূরণ মেহজাবীনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
নায়াগ্রা জলপ্রপাতে ঘোরার স্বপ্ন পূরণ মেহজাবীনের মেহজাবীন চৌধুরী

অভিনয়ে ব্যস্ততার বাইরে নিজেকে সময় দিতে ভীষণ পছন্দ করেন মেহজাবীন চৌধুরী। ফুরসত পেলেই দেশ-বিদেশে ঘুরতে ভালোবাসেন তিনি।

বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন এই অভিনেত্রী।

মেহজাবীনের স্বপ্ন ছিল নায়াগ্রা জলপ্রপাতে ঘুরতে যাওয়ার। অবশেষে সেই স্বপ্ন পূরণ হয়েছে তার। নায়াগ্রা জলপ্রপাতে তোলা কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করে এ কথা জানান মেহজাবীন চৌধুরী।

ছবিতে তাকে বেশ খোশমেজাজে দেখা গেছে। অভিনেত্রীর পরনে ছিল সাদা প্যান্ট। নীল লুরেক্স স্লিম নিট শার্টে পরিপাটি লাগছিল অভিনেত্রীকে। খোলা চুলে চোখে রোদচশমায় অভিনেত্রীর মিষ্টি হাসি দেখে অভিভূত তার ভক্ত-অনুরাগীরাও।  

সর্বশেষ ‘তিথিডোর’ নাটকে দেখা গেছে মেহজাবীন চৌধুরীকে। এতে একজন অবিবাহিত মেয়ের জীবনের সংগ্রাম ও হতাশা যে কতখানি গভীর হতে পারে, সেটি পর্দায় দারুণভাবে ফুটিয়ে তুলেছেন তিনি। তার অনবদ্য অভিনয় দিয়ে আবারও দর্শকহৃদয়ে নাড়া দিয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।