ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

অভিনয়শিল্পী সংঘের সংস্কার কমিটিতে আরও চার জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
অভিনয়শিল্পী সংঘের সংস্কার কমিটিতে আরও চার জন

নানা অভিযোগ আর বিতর্কের পর গেল ১৮ সেপ্টেম্বর অভিনয় শিল্পী সংঘের বর্তমান কমিটিকে নিষ্ক্রিয় করা হয়। গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি।

যার প্রধান হিসেবে দায়িত্ব পান নাট্যজন তারিক আনাম খান।

সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে এবার যুক্ত হলেন আরও চার অভিনয়শিল্পী। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে শিল্পী সংঘের অফিশিয়াল প্যাডে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটিতে চার জন অভিনয়শিল্পীর নাম প্রকাশ করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধান তারিক আনাম খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত বিশেষ সাধারণ সভায় ‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ গঠন ও আমাকে সেই কমিটির প্রধান করে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আরও চারজনকে যুক্ত করার সিদ্ধান্তও গৃহীত হয়েছিল। আমাদের এই কমিটিতে নিম্নে উল্লেখিত ব্যক্তিগণ কাজ করতে সদয় সম্মতি প্রদান করেছেন। তারা হচ্ছেন ওয়াহিদা মল্লিক জলি, জীতু আহসান, সাহানা রহমান সুমি এবং এ কে আজাদ সেতু।

সবার সহায়তা কামনা করে বিজ্ঞপ্তিতে বলা হয়, আপনাদের সর্বাত্মক সহযোগিতা আমরা কামনা করি। আপনাদের সুচিন্তিত যুগোপযোগী পরামর্শ আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবে। অভিনয়শিল্পী সংঘের সংস্কার ও আগামী দিনের রূপরেখা বিষয়ে আপনাদের যে কোন পরামর্শ লিখিতভাবে নিম্ন ঠিকানায় প্রেরণের বিনীত অনুরোধ করছি।

‘অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি’ আগামী চার মাস শিল্পীদের কল্যাণে কাজ করবে এবং সংঘের বর্তমান কমিটির সময়সীমা শেষ হলে নির্দিষ্ট একটা সময় দেখে নির্বাচনের ঘোষণা করবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।