ঢাকা, মঙ্গলবার, ১৪ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

বিনোদন

সত্তা’র সঙ্গীত পরিচালক বাপ্পা

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১২
সত্তা’র সঙ্গীত পরিচালক বাপ্পা

‘সত্তা’ সিনেমার সঙ্গীত পরিচালনার মাধ্যমে কোনো সিনেমার সুর ও সঙ্গীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন বাপ্পা মজুমদার। গত ১৯ সেপ্টেম্বর এই আধুনিক গানের শিল্পী ও সুরকারের সুরে প্রথমবারের মতো গান গেয়েছেন মমতাজ।

ইতোমধ্যে বাপ্পার সঙ্গে দ্বৈতকণ্ঠে গেয়েছেন সামিনা চৌধুরী এবং কণা।

সিনেমাটির পরিচালক হাসিবুর রেজা কল্লোল বাংলানিউজকে বলেন, ‘বাপ্পার নিজস্ব স্টুডিওতে গানে কণ্ঠ দেন মমতাজ। গানটির শিরোনাম ‘না জানি কোন অপরাধে দিলা এমন জীবন’। এটি লিখেছেন সেজুল হোসেন। বাপ্পা এই সিনেমার গানের সুর ও সঙ্গীত পরিচালনার পাশাপাশি আবহসংগীতের কাজও করবেন। ’

কল্লোল আরো জানান, এ  সিনেমায় মোট গান থাকবে ছয়টি। এর মধ্যে দু’টি গানের কন্ঠধারণ শেষ হয়েছে। প্রতিটি গানের শিল্পী, কথা ও সুরে চমক থাকবে। অক্টোবরের মধ্যে গানের কাজ শেষ করে সিনেমার শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৬৮৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২১,২০১২
এমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।