ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সুশান্ত হত্যা মামলায় স্বস্তি রিয়ার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২৪
সুশান্ত হত্যা মামলায় স্বস্তি রিয়ার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় এবার স্বস্তি পেলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী ও তার পরিবার। শুক্রবার (২৫ অক্টোবর) ভারতের সুপ্রিম কোর্টে সিবিআইকে রীতিমতো ওয়ার্নিং দেওয়া হয়।

সিবিআইকে স্পষ্ট জানানো হয়, কেবলমাত্র হাই প্রোফাইলের মামলা হওয়ার কারণে রিয়া চক্রবর্তী এবং তার পরিবারের পক্ষে দেওয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো যায় না।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যু নিয়ে প্রথম থেকেই ছিল ধোঁয়াশা। এই মৃত্যু ঘটনাকে সামনে রেখে মাদক মামলায় গ্রেপ্তারও হয়েছিলেন সুশান্তের বান্ধবী অভিনেত্রী রিয়া চক্রবর্তী। এমনকী, গ্রেপ্তার হয়েছিলেন রিয়ার ভাইও। এরপরই রিয়া ও তার পরিবারের বিরুদ্ধে সিবিআই লুক আউট সার্কুলার জারি করেছিল। যা বাতিল করে দেয় বম্বে হাইকোর্ট।

সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। লুক আউট সার্কুলার জারি করার সঠিক কোনও কারণ নেই জানিয়ে তা বাতিল করে বম্বে হাই কোর্ট।

শুক্রবার (২৫ অক্টোবর) বম্বে হাইকোর্টের বিচারপতিদের বেঞ্চ জানায়, অভিনেত্রী এবং তার পরিবারের সমাজে নামডাক রয়েছে এবং তারা প্রত্যেকেই তদন্তে সহযোগিতা করেছেন।

২০২০ সালের ১৪ জুন অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যর খবর জানা যায়। প্রথমে শোনা যায়, সুশান্ত সিং রাজপুত নাকি আত্মহত্যা করছেন। তবে দিন এগোতেই সামনে আসতে থাকে একের পর নতুন তথ্য।

সুশান্তের মৃত্যুর নেপথ্যে রয়েছেন বান্ধবী রিয়া চক্রবর্তী, এমনও অভিযোগ উঠেছিল। এরপর মাদকাণ্ডে জড়িয়ে রিয়ার হাজতবাসও হয়। তবে পরে জামিনে মুক্ত হন রিয়া।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, অক্টোবর ২৫, ২০২০
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।