ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সাফজয়ীদের অভিনন্দন জানিয়ে তারকাদের উচ্ছ্বাস 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
সাফজয়ীদের অভিনন্দন জানিয়ে তারকাদের উচ্ছ্বাস  ছাদখোলা বাসে সাফজয়ী নারী ফুটবলারদের বিজয় প্যারেড। ছবি: জিএম মুজিবুর

নেপালকে তাদের মাটিতেই হারিয়ে গতকাল টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে ট্রফি নিয়ে দেশে পা রাখেন সাবিনা-ঋতুপর্ণারা।

সাফ চ্যাম্পিয়নশিপে বাঘিনীদের এমন সাফল্যে উচ্ছ্বসিত সারা দেশ। একই রকম উচ্ছ্বাসের ঢেউ খেলে যাচ্ছে দেশের বিনোদন অঙ্গনে।  

শোবিজ তারকারা প্রশংসায় ভাসাচ্ছেন সাবিনা বাহিনীকে।  

সামাজিক মাধ্যমে বেশ কিছু তারকারা ইতোমধ্যে সাফজয়ীদের এই ঐতিহাসিক অর্জন নিয়ে অভিনন্দন জানিয়েছেন।

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সাফজয়ী নারী দলের সদস্য মাতসুসিমা সুমায়ার ট্রফি নিয়ে ঘুমানোর ছবিটি শেয়ার করেছেন।  

সেখানে বাঘিনীদের অভিনন্দন জানিয়ে মেহজাবীন লিখেছেন, ‘চ্যাম্পিয়ন্স! বাংলাদেশের মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়ন ২০২৪ এ বিজয়ী। অভিনন্দন মেয়েরা। ’

সাবিনা-ঋতুপর্ণাদের অভিনন্দন জানাতে একমুহূর্ত কার্পণ্য করলেন না জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী।  

সাফ নারী দলের সদস্যদের ট্রফি নিয়ে ঘুমানোর কয়েকটি ছবি পোস্ট করে ফেসবুকে তিনি লিখেছেন, ‘মাস্টার লিওনেল মেসির থেকে উদ্ভাবিত স্টাইলে বাংলার বাঘিনীরা। আসুন, তাদের যথাযথ পুরস্কার দিয়ে সম্মানিত করি। সরকারি পুরস্কার শুধু পুরুষ ক্রিকেট দলের জন্যই হওয়া উচিত নয়, ধন্যবাদ। ’

সাফজয়ী নারীদের অভিনন্দন জানিয়ে বিশাল পোস্ট দিয়েছেন ছোট পর্দার উঠতি তারকা সাদিয়া আয়মান।  

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘অভিনন্দন বাঘিনীরা! সাফ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৪ বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন। তোমাদের এই অর্জন শুধু দেশের জন্য নয়, পুরো বিশ্বের নারীদের জন্য এক বড় উদাহরণ। ’

সাদিয়া আরও লেখেন, ‘তোমাদের দলের সাহস, দৃঢ়তা এবং অসাধারণ পারফরম্যান্স আমাদের মুগ্ধ করেছে। তোমাদের এই অদম্য ইচ্ছাশক্তি আর সংগ্রাম দেশের আনাচে কানাচে থাকা প্রত্যেকটি নারীর জন্য অনুপ্রেরণার। তোমরা আবারও জ্বলন্ত উদাহরণ সৃষ্টি করেছো যে, নারীদের ইচ্ছাশক্তি থাকলে কোনো বাধাই তাদের জয় আটকাতে পারেনা। এই জয় আমাদের আরও একবার মনে করিয়ে দিলো “আমরা নারী, আমরাই পারি”। তোমাদের এই সাফল্য দেশের প্রতিটি মেয়ে শিশুকে স্বপ্ন দেখাবে, তাদের সাহস জোগাবে নতুন কিছু করতে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, সাফল্য তোমাদের বারবার ছুঁয়ে যাক। আরও একবার অভিনন্দন তোমাদের। ’

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।