ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

‘বাঁচতে চাইলে ক্ষমা চান’ আবারও সালমান খানকে হুমকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
‘বাঁচতে চাইলে ক্ষমা চান’ আবারও সালমান খানকে হুমকি

এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার খুনের হুমকি পেলেন বলিউড সুপারস্টার সালমান খান। সোমবার (৪ নভেম্বর) রাতে মুম্বাই পুলিশের কন্ট্রোল রুমে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোলের নাম করে হোয়াটসঅ্যাপে এই হুমকি বার্তা এসেছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রের খবর, ট্র্যাফিক কন্ট্রোল রুমে যে বার্তাটি পাঠানো হয়, সেখানে দাবি করা হয়েছে, ‘লরেন্স বিষ্ণোইয়ের ভাই বলছি। সালমান খান যদি বাঁচতে চান, তবে আমাদের মন্দিরে গিয়ে ক্ষমাপ্রার্থনা করুন। আর যদি তা না করেন, তাহলে পাঁচ কোটি টাকা দিতে হবে। দু’টির কোনটাই যদি না করেন, তবে সালমানকে খুন করা হবে। আমাদের গ্যাং এখনও নজর রাখছে। ’

এই বার্তা পাওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। কোথা থেকে এই বার্তা এসেছে, আদৌ বার্তা প্রেরক কি আনমোল বিষ্ণোই কিনা, তা খতিয়ে দেখতে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

গেল ৩০ অক্টোবর ট্রাফিক পুলিশের কাছে সালমানকে খুন করার হুমকি বার্তা এসেছিল। সেই সময়ে দু’কোটি টাকা দাবি করা হয়েছিল।

এর আগে গেল ১৮ অক্টোবর মুম্বাই ট্রাফিক পুলিশের হোয়াটসঅ্যাপ নম্বরে লরেন্স বিষ্ণোইয়ের নাম করে একটি হুমকিবার্তা আসে। সেখানে বলা হয়, সালমান খানকে অবিলম্বে ৫ কোটি টাকা দিতে হবে, না হলে এনসিপি নেতা বাবা সিদ্দিকির থেকেও করুণ পরিণতি হবে তার। এরপরেই নড়েচড়ে বসে মুম্বাই পুলিশ।

ওই উড়ো মেসেজের ভিত্তিতে শুরু হয় তদন্ত। তদন্তে নেমে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। অভিযোগ বিষ্ণোইয়ের নাম করে তিনিই সালমানকে হুমকি দিয়েছিলেন।

গেল এক মাসের মধ্যে বেশ কয়েক বার খুনের হুমকি পেয়েছেন বলিউড ভাইজান। মুম্বাইয়ের বান্দ্রায় তার বাসভবনের সামনে গুলি চালানোরও অভিযোগ ওঠে। সেই ঘটনায় বিষ্ণোই গ্যাং জড়িত বলে দাবি করেছে পুলিশ। কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। তার পর পরই গেল ১৯ অক্টোবর এনসিপি নেতা বাবা সিদ্দিকিকে দুষ্কৃতীরা খুন করে।

ঘটনাচক্রে বাবা সিদ্দিকির সঙ্গে সালমানের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল বলে অনেকেই জানেন। যদিও মুম্বাই পুলিশ বাবা সিদ্দিকির খুনের ঘটনার পর থেকেই সালমানের নিরাপত্তা আরও বাড়িয়েছে। কিন্তু তারপরেও তাকে খুনের লাগাতার হুমকি উদ্বেগ বাড়িয়েছে প্রশাসনের।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।