ভারতের বহুল আলোচিত সিনেমা ‘পুষ্পা- দ্য রাইজ’। ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি রীতিমতো হইচই ফেলে দিয়েছিল।
জানা গেছে, চলতি বছর ডিসেম্বরেই মুক্তি পাচ্ছে ‘পুষ্পা ২: দ্য রুল’। আর মুক্তির আগেই ১ হাজার কোটি টাকার ব্যবসা করে নিয়েছে সিনেমাটি।
আর এই বিগ বাজেটের সিনেমায় আল্লু অর্জুনের পারিশ্রমিক নিয়েছেন ৩০০ কোটি টাকা!
ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ড - এর প্রতিবেদন অনুসারে, পুষ্পার মাধ্যমে ভারতীয় সিনেমার সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত সুপারস্টার হয়ে উঠেছেন আল্লু। আর সেই গুঞ্জন সত্যি বলে ধরে নিলে এই সিনেমায় অভিনয় করার জন্য দক্ষিণী তারকা ৩০০ কোটি টাকা পারিশ্রমিক হাঁকিয়েছেন! যেখানে তার তুলনায় সিনেমাটির আরও দুই মুখ্য চরিত্র রাশমিকা মান্দানা এবং ফাহাদ ফাসিল পেয়েছেন একেবারেই কম।
সূত্রের খবর অনুসারে, রাশমিকা ‘পুষ্পা ২’র জন্য ১০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্যদিকে সিক্যুয়ালে অভিনয় করে ফাহাদ ফাসিল পেয়েছেন ৮ কোটি টাকা। পুষ্পার প্রথম কিস্তিতেও ছিলেন এই দুইজন। তবে আল্লু ৩০০ কোটি নিয়েছেন সিনেমাটির জন্য।
এর আগে শোনা গিয়েছিল, থালাপতি বিজয় তার ৬৯তম চলচ্চিত্রের জন্য ২৭৫ কোটি টাকা নিচ্ছেন। সেই হিসাবে বিজয়কে ছাড়িয়ে শীর্ষে চলে গেলেন আল্লু অর্জুন।
তবে আল্লু অর্জুন একাই যে পারিশ্রমিক নিয়েছেন তাতে বলিউডের খানদেরও পেছনে ফেলে দিয়েছেন। শাহরুখের বিষয়টি অবশ্য ভিন্ন। সিনেমার মোট ব্যবসা এবং লাভের অংশীদারিত্বে থাকেন তিনি। অন্যদিকে সালমান খান পারিশ্রমিক হিসেবে মোটা অঙ্ক হাঁকালেও আল্লু অর্জুনের মার্জিন এখনও ছুঁতে পারেননি।
আগামী ৫ ডিসেম্বর সারা বিশ্বের সিনেমা হলে মুক্তি পাবে ‘পুষ্পা ২: দ্য রুল’। বিশ্বের ৩ হাজার লোকেশনে বাংলা, হিন্দি-সহ তামিল, তেলুগু, মালয়লম, কন্নড়ের মতো আরও চারটি ভাষায় মুক্তি পাবে সিনেমাটি।
দক্ষিণী সিনে ইন্ডাস্ট্রির সিনে বিশেষজ্ঞদের মতে, সিনেমাটি ওপেনিং ডে’তেই ‘কেজিএফ ২’-এর আয়ের রেকর্ড ভেঙে চুরমার করবে।
বাংলাদেশ সময়: ১৮১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৪
এসএএইচ