নাট্যকার ও পরিচালক অপর্ণা রানী রাজবংশী। এবার বাভাসি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৩-২০২৪ এর বিচারক হিসেবে কাজ শুরু করেছেন।
বাংলাদেশ-ভারত-সিঙ্গাপুর (বাভাসি) ত্রিদেশীয় উদ্যোগে আয়োজন করা হয় এই চলচ্চিত্র উৎসব। এবার দেশ ও দেশের বাইরে থেকে এ পর্যন্ত ১৫৩টি চলচ্চিত্র জমা পড়েছে। জুরি বোর্ডের প্রাথমিক পর্যবেক্ষণে ১৫৩ থেকে ৫০টি বাছাই করা হয়েছে দ্বিতীয় রাউন্ডের জন্য। এরপর দ্বিতীয় রাউন্ডের ৫০টি চলচ্চিত্র থেকে ১০টি চলচ্চিত্র বাছাই করা হবে ফাইনাল রাউন্ডের জন্য।
অপর্ণা রানী রাজবংশী বলেন, আন্তর্জাতিক উৎসবে সবগুলো রাউন্ডেই বিচারক হিসেবে কাজ করার সুযোগ পাওয়াটা আমার জন্য অনেক সম্মানের। একজন পরিচালক হিসাবে বিষয়টি আমার কাছে গর্বেরও বটে।
বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ট চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই করে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। কর্মের যোগ্যতা অনুযায়ী নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতি বছর করে দিচ্ছে বাভাসি।
৭ বছর পেরিয়ে ৮ বছরে পর্দাপণ করেছে বাভাসি। এখান থেকে পূর্বে যারা বিজয়ী হয়েছেন তারা বর্তমানে মিডিয়াতে ভালো পারফর্ম করছে এবং তাদের নিজ মেধায় এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৪
এনএটি