ঢাকা, মঙ্গলবার, ১৩ মাঘ ১৪৩১, ২৮ জানুয়ারি ২০২৫, ২৭ রজব ১৪৪৬

বিনোদন

স্বামী হারালেন মুনমুন সেন, শোকস্তব্ধ কন্যা রাইমা-রিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
স্বামী হারালেন মুনমুন সেন, শোকস্তব্ধ কন্যা রাইমা-রিয়া

ভারতের কিংবদন্তি সুচিত্রা সেনের মেয়ে অভিনেত্রী মুনমুন সেনের স্বামী ভরত দেব ভার্মা মারা গেছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কলকাতার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

মুনমুন-ভরত দম্পতির কন্যা অভিনেত্রী রাইমা সেনের বরাতে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদমাধ্যমটি জানায়, জয়পুরে শুটিং করছিলেন রাইমা সেন। বাবার মৃত্যুর খবর পেয়ে কলকাতার উদ্দেশে রওনা হয়েছেন এই অভিনেত্রী। বাবার মৃত্যুর খবরে শোকস্তব্ধ রাইমা ও তার বোন রিয়া সেন।

ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, মঙ্গলবার সকালে শরীরে অস্বস্তিবোধ করেন ভরত। দ্রুত ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে খবর জানানো হয়। কিন্তু হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স আসার আগেই মারা যান তিনি।

মুনমুন সেনের স্বামী ভরত ছিলেন ত্রিপুরার রাজপরিবারের সন্তান। ভরতের মা ইলা দেবী ছিলেন কোচবিহারের রাজকুমারী, যার ছোট বোন গায়ত্রী দেবী জয়পুরের মহারানি। ১৯৪১ সালের ২৮শে সেপ্টেম্বর জন্ম হয় ইলা দেবী ও ত্রিপুরার মহারাজা রমেন্দ্রকিশোর দেব বর্মার ছেলে ভরতের।

১৯৭৮ সালের ২৪শে ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন মুনমুন সেন ও ভরত দেব ভর্মা। সুচিত্রা সেন নিজে দাঁড়িয়ে বিয়ে দেন ভরত-মুনমুনের। জীবনের প্রতিটি কদমে স্বামীর সমর্থন পেয়েছেন মুনমুন সেন। এ ভাবেই একসঙ্গে ৪৬ বছর কাটিয়ে দিয়েছেন তারা।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।