ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

কনসার্টে ফেরা বিটিএস তারকা জিনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
কনসার্টে ফেরা বিটিএস তারকা জিনের

বিশ্বখ্যাত কোরিয়ান পপ ব্যান্ড বিটিএস। এই দলের সদস্য জিন।

রসিকতার জন্য আলাদা পরিচিতি রয়েছে তার। মঞ্চে এসে স্বভাবসুলভ রসিকতার সুরে বললেন, ‘এই মুহূর্তে নিজেকে রাজা মনে করছি’।

স্টেডিয়াম ভর্তি দর্শকরা ‘জিন’, ‘জিন’ বলে চিৎকার করছিলেন। তাই গানে শুরু করার আগে শ্রোতাদের সঙ্গে খানিকটা আলাপ সেরে নেন তিনি।

মধ্য সিউলের জাংচুং অ্যারেনায় গেল রোববার জিন ‘হ্যাপি’ স্পেশাল স্টেজ কনসার্টে গাইলেন জিন। দুই দিনের শো শুরু হয়েছিল শনিবার। ১৫ নভেম্বর জিনের প্রথম স্টুডিও অ্যালবাম ‘হ্যাপি’ মুক্তি পেয়েছে।

প্রথম অ্যালবাম বলে কথা, সেটা উদ্‌যাপন করতে এই কনসার্ট করেছেন তিনি। কনসার্টে অ্যালবামের গান শোনান জিন। তার এক যুগের ক্যারিয়ারে মাইলফলক হয়ে থাকবে ‘হ্যাপি’। অ্যালবামে তিনি ভক্তদের জন্য ইতিবাচক বার্তা ছড়িয়েছেন।

৩১ বছর বয়সী জিন বিটিএসের প্রথম সদস্য হিসেবে জুন মাসে সামরিক প্রশিক্ষণ শেষ করে বাড়ি ফিরেছেন। ফিরেই বিটিএসের ‘২০২৪ ফেস্টা’তে হাজির হয়েছিলেন তিনি। মাঝখানে বড় কোনো আয়োজনে দেখা যায়নি তাকে। এবারের কনসার্টে ‘হ্যাপি’ অ্যালবামের পাশাপাশি জনপ্রিয় গানের মধ্যে ‘মুন’, ‘অ্যাস্ট্রোনট’সহ আরও কয়েকটি গান শুনিয়েছেন জিন।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, নভেম্বর ১৯, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।