ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

‘অল আইজ অন বাংলাদেশ’ চেয়ে বিষোদগার কঙ্গনার

বিনোদন ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
‘অল আইজ অন বাংলাদেশ’ চেয়ে বিষোদগার কঙ্গনার

বাংলাদেশ পরিস্থিতি নিয়ে মুখ খুললেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রনৌত। শুক্রবার কলকাতায় এসে সাংবাদিকদের সামনে ক্ষোভ উগড়ে দেন এই অভিনেত্রী।

কঙ্গনা বলেন, ‘বাংলাদেশে সাধু ও সন্তদের অবস্থা খুবই দুর্ভাগ্যজনক। এটি উদ্বেগের বিষয়। তবে দুর্ভাগ্যের বিষয় এই যে,  নৃশংসতার বিরুদ্ধে এখানে কোনো প্রতিবাদ হচ্ছে না... । কেউ কিন্তু অল আইজ অন বাংলাদেশ- বলে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করছেন না। বিষয়টি চিন্তার। ’

তিনি বলেন, তিনি (অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূস) শান্তিতে নোবেল পেয়েছিলেন। অথচ তিনি আসার পর থেকেই অশান্তি চলছে, বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। আমি শুধু বলব, এই কঠিন পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে আমরা আছি। সেখানকার হিন্দুদের পাশে আমরা রয়েছি। ’

এর আগে কোটা আন্দোলন নিয়ে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি বিতর্কিত মন্তব্য করে বিপাকে পড়েছিলেন কঙ্গনা। বলেছিলেন, বিদেশি শক্তির ইন্ধনে বাংলাদেশে আন্দোলন হচ্ছে, এই প্রচেষ্টা ভারতেও কৃষক আন্দোলনের সময়েও হয়েছিল।  

আর তাতেই বিতর্ক দানা বাঁধে। যদিও সেসময় দলের পক্ষ থেকে সতর্ক করে দেওয়া হয়েছিল নতুন কঙ্গনাকে। বিজেপির পক্ষে জানানো হয়েছিল, এ মন্তব্য কঙ্গনার ব্যক্তিগত, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই।

বাংলাদেশ সময়: ১৯৫৮ ঘণ্টা, নভেম্বর ৩০, ২০২৪
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।