ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

সার্টিফিকেশন বোর্ড থেকে নির্মাতা খিজিরের পদত্যাগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
সার্টিফিকেশন বোর্ড থেকে নির্মাতা খিজিরের পদত্যাগ

সেপ্টেম্বরের মধ্যভাগে ১৫ জন সদস্য নিয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড পুনগর্ঠিত হয়। যেখানে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিলেন নির্মাতা খিজির হায়াত খান।

তবে নভেম্বরে এসেই পদত্যাগ করলেন তিনি।

বিষয়টি সামাজিকমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন খিজির। তবে সেখানে বিস্তারিত কোনো কারণ উল্লেখ করেননি।

সার্টিফিকেশন বোর্ড থেকে সরে যাওয়ার কারণ হিসেবে এই নির্মাতা বলেন, ব্যক্তিগত কারণেই মূলত পদত্যাগ করেছি। আমার বাবা অসুস্থ। তার জন্য আমাকে ঢাকা-কুমিল্লা দৌড়াতে হয়। যে কারণে সার্টিফিকেশন বোর্ডে পুরোপুরি সময় দিতে পারছি না।

যোগ করে তিনি আরও বলেন, সরকারি দায়িত্বে থাকলে অনেক ধরনের বাধ্যবাধকতা থাকে, সেগুলো মেনে চলাও আমার দ্বারা সম্ভব নয়। সব মিলিয়ে ভেবেছি যে পদত্যাগ করি।

প্রসঙ্গত, চলচ্চিত্রকর্মীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে অন্তবর্তীকালীন সরকারের উদ্যোগে গঠিত হয় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ১৫ সদস্যবিশিষ্ট এই বোর্ড থেকে সরে দাঁড়ালেন খিজির।

বর্তমান সদস্যদের মধ্যে রয়েছেন নির্মাতা কাজী হায়াত, অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ, ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির অধ্যাপক ও চলচ্চিত্র গবেষক ড. জাকির হোসেন রাজু, চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক রফিকুল আনোয়ার রাসেল, চলচ্চিত্র প্রযোজক, পরিচালক, পরিবেশক, লেখক ও সংগঠক জাহিদ হোসেন, চলচ্চিত্র সম্পাদক ইকবাল এহসানুল কবির ও চলচ্চিত্র পরিচালক তাসমিয়া আফরিন মৌ প্রমুখ।

এই বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব। এ ছাড়া সদস্যসচিব হিসেবে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।