ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

বিনোদন

বিয়ে করলেন নাগা-শোভিতা, বউমাকে বিশেষ বার্তা নাগার্জুনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
বিয়ে করলেন নাগা-শোভিতা, বউমাকে বিশেষ বার্তা নাগার্জুনের

অবশেষে বুধবার (০৪ ডিসেম্বর) রাতে সাতপাকে বাঁধা পড়লেন ভারতের দক্ষিণী সিনেমার তারকা নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সেই বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন নাগা চৈতন্যর বাবা দক্ষিণী তারকা নাগার্জুন।

ছেলে ও বউমার ছবি পোস্ট করে দিলেন বিশেষ বার্তাও।

তেলুগু রীতি-নীতি মেনেই প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিয়ের বন্ধনে বাঁধা পড়লেন নাগা ও শোভিতা। দুজনের পোশাকেও ছিল দক্ষিণী ঐতিহ্যের ছোঁয়াও। ঠিক যেমনটি চেয়েছিলেন দুজনে।

বুধবার বিয়ের পোশাক হিসেবে নাগা বেছে নিয়েছিলেন ঘিয়ে রঙের পাঞ্জাবি, সাদা ধুতি এবং লাল পাড়ের সাদা ওড়না। অন্য দিকে, শোভিতা পরেছিলেন সোনালি রঙের কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে মাথায় চওড়া সোনার মাথাপট্টি, হাতে সোনার চুড়ি, বালা এবং গলায় ভারী সোনার গয়না। জনপ্রিয় অন্নপূর্ণা স্টুডিওতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

বিয়ের রাতেই ছেলে ও বউমার বিয়ের ছবি পোস্ট করেছেন দক্ষিণী তারকা নাগার্জুন। সেই ছবি পোস্ট করে, শোভিতার উদ্দেশে তিনি লেখেন, তোমার বিয়ে দেখতে দেখতে এটাই মনে হচ্ছিল, যে শোভিতা তোমার হাত ধরে আনন্দ এসেছে আমাদের জীবনে। এই আনন্দ যেন অটুট থাকে এটাই প্রার্থনা করি।

দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভুকে ভালোবেসেই বিয়ে করেছিলেন নাগা চৈতন্য। তবে সে সম্পর্ক বেশিদিন টেকেনি। সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীন সময়েই খবরে আসে অভিনেত্রী শোভিতা ধুলিপালার সঙ্গে নাকি প্রেমের সম্পর্ক রয়েছে নাগার।

২০২২ সালে শোভিতার সঙ্গে সাক্ষাৎ হয় নাগার। সেই সময়ে হায়দরাবাদে মাঙ্কিম্যান সিনেমার প্রচারে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। নাগা চৈতন্যর সঙ্গে জন্মদিন উদযাপন করতেও দেখা যায় তাকে। সেই পার্টিতেই নাকি একে-অপরকে মন দিয়ে বসেছিলেন নাগা চৈতন্য এবং শোভিতা ধুলিপালা।

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।