ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

সৌদি আরবে চোখ জুড়ানো নীল শাড়িতে মেহজাবীন 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২৪
সৌদি আরবে চোখ জুড়ানো নীল শাড়িতে মেহজাবীন 

নতুন সিনেমা ‘সাবা’ নিয়ে সৌদি আরবের রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেখানে গিয়ে তিনি পরেছেন দেশের সুপরিচিত আদ্রিয়ানার চোখ জুড়ানো নীল শাড়ি।

সৌদিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে বাঙালিয়ানা সাজে মেহজাবীনের কোনো জুড়ি হয় না। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মেহজাবীন চৌধুরীর লুক দেখে কিন্তু সেটাই মনে হচ্ছে। সঙ্গে ম্যাচিং ব্লাউজ ও ওয়ালেট। ফুলস্লিভ ব্লাউজের সোনালি কারুকাজে রীতিমতো রাজকীয় ভাব।

এখানেই শেষ নয়, মেরুন কালারের লিপস্টিক দেওয়া ঠোঁটে হাসি যেন মুক্তা জড়ানো। সাদামাটাভাবেই চুল মধ্যে সিঁথি   করে টেনে পেছনে বাঁধা৷ কপালে সাদা পাথরের টিপ, কানে নীল ও সাদা পাথরের দুলে যেন মরুর দেশে অনন্য মেহজাবীন।  

নতুন সিনেমা ‘সাবা’ নিয়ে তিনি সেখানে গেছেন। বলাই বাহুল্য, তিনি এখানে নাম ভূমিকায় অভিনয় করেছেন। সিনেমাটি নির্বাচিত হয়েছে এবারের আসরের প্রতিযোগিতা বিভাগে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ১৫টি চলচ্চিত্রের সঙ্গে লড়ছে এটি। উৎসবে ‘সাবা’র পরিচালক মাকসুদ হোসেন অংশ নিচ্ছেন।

রোকেয়া প্রাচী ও মেহজাবীন চৌধুরী অভিনীত এ সিনেমায় দেখানো হয়েছে এক পক্ষাঘাতগ্রস্ত মা ও তার মেয়ের গল্প। উৎসবে সাবার তিনটি প্রদর্শনী রাখা হয়েছে। ৮ ডিসেম্বর কালচার স্কয়ার-সিনেমা ১-এ হবে প্রথম প্রদর্শনী। এরপর ৯ ও ১৪ ডিসেম্বর একই স্থানে আরও দুবার দেখানো হবে সিনেমাটি।

জেদ্দার প্রাণকেন্দ্র আল-বালাদ শহরের কালচার স্কয়ারে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের চতুর্থ আসর শুরু হয়েছে বৃহস্পতিবার। ১০ দিনের এ আসরে হলিউড ও বলিউডের হেভিওয়েট তারকারাও অংশ নিচ্ছে।  

এবারের আসরে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্রের প্রদর্শনী হবে। উৎসবটি চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২৪
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।