ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শেষের পথে ‘বদমাইশ পোলাপান’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০২৪
শেষের পথে ‘বদমাইশ পোলাপান’

এই প্রজন্মের মেধাবী নাট্য পরিচালক মাবরুর রশীদ বান্নাহ্ পরিচালিত প্রচার চলতি জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘বদমাইশ পোলাপান’ চলতি সপ্তাহেই শেষ হতে যাচ্ছে। দীর্ঘ চার বছরের এই জার্নির শেষ দুটি পর্ব এই সপ্তাহের শেষপ্রান্তে প্রচার হবে বলে নিশ্চিত করেছেন বান্নাহ্।

নাটকটির গল্প ভাবনা পরিচালকের। রচনা করেছেন মোসাব্বের হোসেইন মুঈদ। চারটি সিজনে মোট ৮৮ পর্ব প্রচারের মধ্যদিয়ে ধারাবাহিকটির প্রচার শেষ হবে।

এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মারজুক রাসেল, আয়েশা সালমা মুক্তি, বাপ্পী আশরাফ, প্রত্যয়, মাহিমা, রিয়া বর্মন, তানজিম হাসান অনিক, রায়হান খান, রাশেদ ইমরান’সহ প্রায় অর্ধ শতাধিক নবীন প্রবীণ শিল্পী। নাটকটি প্রযোজনা করেছেন ইয়েন।

যেহেতু চলতি সপ্তাহেই নাটকটির প্রচার শেষ হবে। তাই পরিচালক বান্নাহ্’র উদ্যোগে সম্প্রতি ‘বদমাইশ পোলাপাইন’র শিল্পী ও কুলাকুশলী’বৃন্দদের নিয়ে এক স্মৃতিচারণা মূলক আড্ডায় অংশ নিয়েছিলেন।

সবার সামনে দাঁড়িয়ে কথা বলতে গিয়ে বারবার আবেগাপ্লুত হয়ে যাচ্ছিলেন বান্নাহ্। কারণ বান্নাহ্’র হাত ধরেই আমাদের নাট্যাঙ্গনে বেশকিছু নতুন শিল্পীর অভিষেক হয়েছে। এই ধারাবাহিকের মধ্যদিয়েও অনেকের নাট্যাঙ্গনে অভিষেক হয়েছে।

বান্নাহ্ বলেন, মূলত আমার এই নাটকের দর্শক ছিল স্কুল কলেজের বাচ্চারা। একদিন তারা স্কুল কলেজ থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করবে, চাকুরী করবে। তখন ফেলে আসা দিনের স্মৃতি চারণ করতে গিয়ে আমার এই নাটকের কথা মনে করবে। আবেগে হয়তো কেউ কেউ কেঁদেও ফেলবে। নির্মাতা হিসেবে এটাই আমার প্রাপ্তি, এটাই আমার ভালোলাগার। আমি মনেকরি এটা আমার নির্মাতা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি নাটক। যা আমাকে যুগের পর যুগ দর্শকের মাঝে বাঁচিয়ে রাখবে।

অভিনেত্রী মাহিমা বলেন, আমার অভিনয় জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকেব বদমাইশ পোলাপান। বদমাইশ পোলাপান আমার পরিবারের মতোই ছিলো।

প্রত্যয় বলেন, অনেক সুখপ্রাপ্তি নিয়ে শেষ হচ্ছে বদমাইশ পোলাপান, তবে খুব কষ্ট হচ্ছে।

নাটকটি ‘পিকক সিরিজ’ ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রচার হচ্ছে। নাটকে মোট নয়টি গান ছিল। গান লিখেছেন ও সুর করেছেন শোভন রায় ও শুভ্র। ‘আমার এ ক্লান্ত বিকেল’ গানটি গেয়েছেন শুভ্র।  

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।