ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

বিনোদন

সন্তান কোলে নিয়ে মা হওয়ার খবর জানালেন রাধিকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
সন্তান কোলে নিয়ে মা হওয়ার খবর জানালেন রাধিকা

মা হওয়ার খবর জানালেন বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী রাধিকা আপ্তে। এক সপ্তাহ আগে মা হয়েছেন তিনি।

শনিবার (১৪ ডিসেম্বর) সামাজিকমাধ্যমে একটি ছবি শেয়ার করে সুখবরটি জানিয়েছেন তিনি।

ছবিতে দেখা গেছে, একদিকে সন্তানকে স্তন্যপান করাচ্ছেন নায়িকা। একই সঙ্গে ল্যাপটপে কাজে ব্যস্ত নায়িকা। তার পোস্ট করা এই ছবিকে ঘিরে সবাই ভালোবাসা উজাড় করে দিচ্ছেন।

আর ছবির ক্যাপশনে রাধিকা লেখেন, জন্মের এক সপ্তাহ পর আমার প্রথম ওয়ার্কিং মিটিং। আবার বাচ্চাকে স্তন্যপান করাচ্ছি।

জানা গেছে, কন্যাসন্তানের মা হয়েছেন রাধিকা। যদিও ছেলে না মেয়ে হওয়ার খবর রাধিকা জানাননি। রাধিকার বন্ধু সারা আফজল অভিনেত্রীর পোস্টে লেখেন, ‘আমার সবচেয়ে প্রিয় মেয়েরা। ’ আর এতে স্পষ্ট যে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন রাধিকা।

গেল অক্টোবরে বিএফআই লন্ডন চলচ্চিত্র উৎসবে ‘বেবি বাম্প’ প্রদর্শন করেছিলেন রাধিকা। তখনই জানা গিয়েছিল যে মা হওয়ার অপেক্ষায় আছেন তিনি। তার আগে ঘুণাক্ষরে টের পাওয়া যায়নি তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা। এ খবর তিনি আড়ালেই রেখেছিলেন। আবার ঠিক মা হওয়ার খবর জানিয়ে সবাইকে চমকে দিলেন অভিনেত্রী।

২০১২ সালে রাধিকা ব্রিটিশ সংগীত পরিচালক বেনেডিক্ট টেলারকে বিয়ে করেন। রাধিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলা পছন্দ করেন না। তাই তার ব্যক্তিগত জীবনের বিষয়ে সাধারণ মানুষ সেভাবে জানেন না।

এদিকে, শিগগিরই মুক্তি পেতে চলেছে রাধিকার দুটি ইংরেজি সিনেমা। এগুলো হচ্ছে ‘সিস্টর মিডনাইট’ ও ‘লাস্ট ডে’।  

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২৪
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।