ঢাকা, বুধবার, ৩ পৌষ ১৪৩১, ১৮ ডিসেম্বর ২০২৪, ১৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাহাত ফতেহ আলীর কনসার্ট: টোল লাগবে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
রাহাত ফতেহ আলীর কনসার্ট: টোল লাগবে না এলিভেটেড এক্সপ্রেসওয়েতে রাহাত ফতেহ আলী খান

ঢাকা: গণঅভ্যুত্থানে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) কয়েকটি প্রতিষ্ঠানের একদল শিক্ষার্থী আয়োজন করেছে কনসার্টের। ‘স্পিরিটস অব জুলাই’ নামক এক প্ল্যাটফর্মের মাধ্যমে ‘ইকোস অব রেভোল্যুশন’ শিরোনামে এই চ্যারিটি কনসার্টের মূল আকর্ষণ বিশ্বখ্যাত সংগীতজ্ঞ ওস্তাদ রাহাত ফতেহ আলী খান।

তিনি আবার কনসার্টে বিনা পারিশ্রমিকে গান শোনাবেন

আগামী ২১ ডিসেম্বর অনুষ্ঠেয় এ কনসার্ট উপলক্ষে টোল ছাড়া এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সেদিন বেলা ২টা থেকে রাত ১১টা পর্যন্ত টোল ব্যতীত এয়ারপোর্ট, কুড়িল ও বনানী ‌র‍্যাম্প দিয়ে এক্সপ্রেসওয়ে ব্যবহার করা যাবে।

এরই মধ্যে কনসার্টের টিকেট বিক্রি চলছে। তিনটি ক্যাটাগরিতে এই কনসার্টের টিকেট বিক্রি হচ্ছে। ‘ভিআইপি’-টিকিটের মূল্য ১০ হাজার টাকা; ‘ফ্রন্ট রো’-৪ হাজার ৫০০ টাকা এবং ‘জেনারেল’-২ হাজার ৫০০ টাকা৷ 

আয়োজকরা জানিয়েছেন, এই কনসার্ট থেকে আয়ের সম্পূর্ণ অর্থ শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা কল্যাণমূলক সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন'-এ দান করা হবে।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।