‘ডাক্তার যদি অসুস্থ হয় চেম্বার থাকে বন্ধ, বন্ধু যদি ফোন না ধরে মনটা থাকে মন্দ’- এমন কথায় নতুন একটি গান লিখেছেন বিনোদন সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু।
গানটিতে কণ্ঠ দিয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী লায়লা।
গানটি গেয়ে লায়লা বলেন- মজার একটি গান হলেও, একদম বাস্তব কথায় সাজানো। সুর হয়েছেও মনের মতো। গানটি স্টেজে বেশ জমবে, টিভিতেও ভালো চলবে। আশা করছি গানটি জনপ্রিয় হবে।
সাংবাদিক ও গীতিকার আশিক বন্ধু বলেন- করোনাকালীন যখন বিপদের সময় অনেক ডাক্তারের চেম্বার বন্ধ ছিল, তখন বিপদের সময় অনেক বন্ধু ফোনও রিসিভ করেননি। সেসময় বাস্তবতায় পড়ে এই গানটি লিখেছিলাম আমি। যা কথায় সুরে পূর্ণতা পেয়েছে। লায়লা চমৎকার গেয়েছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এনএটি/এসএএইচ