নীলফামারী: নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে মাঠে ক্রিকেট খেলা শেষে আয়োজন করা হয় মনোজ্ঞ সংগীত অনুষ্ঠানের।
সোমবার রাতে (৩০ ডিসেম্বর) এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ব্লাক ডায়মন্ড খ্যাত শিল্পী বেবী নাজনীন ও স্থানীয় শিল্পীরা।
কুয়াশা ও শীতকে উপেক্ষা করে দর্শনার্থীরা দীর্ঘদিন পর বেবী নাজনীনের গান শোনেন। বেবী নাজনীনের বাবার বাড়ি নীলফামারীর সৈয়দপুর শহরের সরকারপাড়ায়। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান করেন বাপ্পি আরনাফসহ স্থানীয় শিল্পীরা।
কানায় কানায় পরিপূর্ণ গোটা রেলওয়ে মাঠে দর্শক ও শ্রোতার উপস্থিতি জৌলুস আরও বাড়িয়ে দেয়।
এর আগে বিকেলে ফাইনাল খেলার সফল সমাপ্তির মধ্যদিয়ে পর্দা নামে প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অব সৈয়দপুর আয়োজিত সৈয়দপুর প্রিমিয়ার লীগ টি-২০ ক্রিকেট (সিজন-২) ২০২৪ এর টুর্নামেন্ট। খেলায় ড্রিম এলিভেন ১৮ রানে সৈয়দপুর এলিভেনস কে পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২৪
আরএ