ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

বিনোদন

পায়ে আঘাত পাওয়ার পর কেমন আছেন রাশমিকা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
পায়ে আঘাত পাওয়ার পর কেমন আছেন রাশমিকা?

সম্প্রতি জিমে শরীরচর্চা করতে গিয়ে পায়ে আঘাত পেয়েছিলেন দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মন্দানা। এরপর থেকেই অভিনেত্রীর শারিরীক অবস্থা জানতে উদগ্রীব তার ভক্তরা।

কেমন আছেন, এবার অভিনেত্রী নিজেই জানালেন।

সূত্রের দাবি, পায়ের চোটের জন্য আপাতত সালমান খানের সঙ্গে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করতে পারছেন না রাশমিকা। সমাজিকমাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন ‘পুষ্পা’ খ্যাত অভিনেত্রী। সেখানে দেখা যায়, তার ডান পায়ে ব্যান্ডেজ বাঁধা।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিগুলোর সঙ্গে রাশিমিকা লেখেন, নিজেকে নববর্ষের শুভেচ্ছা। জিম করতে গিয়ে চোট পেয়েছিলাম। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে উঠব। কিন্তু সেটা আগামী কয়েক সপ্তাহ নাকি কয়েক মাসের মধ্যে তা ঈশ্বরই জানেন। সময় মতো ‘থামা’, ‘সিকান্দার’ এবং ‘কুবেরা’র সেটে পৌঁছে যাব।

একই সঙ্গে তার নতুন সিনেমার পরিচালকদের কাছেও ওই পোস্টে ক্ষমা চেয়েছেন রাশমিকা। কারণ, তার জন্য সিনেমাগুলোর শুটিংয়ের দেরি হয়ে যাচ্ছে বলেই মনে করছেন অভিনেত্রী। রাশমিকা লেখেন, ‘তাও যদি এর মাঝে আমাকে আপনাদের প্রয়োজন হয়, তা হলে হয়তো সেটের এক কোণে আমাকে শরীরচর্চা করতে দেখবেন।

রাশমিকা য়খন চোট পান, তখন তিনি ‘সিকান্দার’ সিনেমার শুটিং করছিলেন। এবার রাশমিকার পোস্ট দেখার পর অনেকেই আশ্বস্ত হয়েছেন তার ভক্তরা। অনুরাগীদের একাংশ অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন। একজন লেখেন, এই বছরে আপনার অনেকগুলো সিনেমার অপেক্ষায় রয়েছি। দ্রুত সুস্থ হয়ে উঠুন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।