ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঢাকার উৎসবে বিনামূল্যে ফারিণের অভিষেক সিনেমা দেখার সুযোগ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, জানুয়ারি ১৮, ২০২৫
ঢাকার উৎসবে বিনামূল্যে ফারিণের অভিষেক সিনেমা দেখার সুযোগ

চলছে ৯ দিনব্যাপী দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের ২৩তম আসর। রোববার (১৯ জানুয়ারি) পর্দা নামবে এই উৎসবের।

দেশি-বিদেশি সিনেমা দেখতে ইতোমধ্যেই উৎসবস্থলে প্রতিদিনই ভিড় করছেন সিনেপ্রেমী মানুষ। বিশেষ করে ‘বাংলাদেশ প্যানারোমা’ বিভাগের সিনেমাগুলো দেখতে দর্শকের বেশী আনোগোনা দেখা যাচ্ছে।  

এবছর এই বিভাগে মোট ১০টি সিনেমা নির্বাচিত হয়েছে। এ শাখায় দেখানো হয়েছে বাংলাদেশের বেশ কিছু আলোচিত ও নতুন  সিনেমা। এরই ধারাবাহিকতায় উৎসবের ৮ম দিন শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে দেখানো হবেধ্রুব হাসান পরিচালিত ‘ফাতিমা’। এই সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে পা রাখেন ছোটপর্দার তারকা অভিনেত্রী তাসনিয়া ফারিণ। যদিও ফারিণের প্রথম মুক্তি পাওয়া সিনেমা কলকাতার নির্মাতা অতনু ঘোষের ‘আরো এক পৃথিবী’।

প্রদর্শনী শুরুর আগে হবে সংবাদ সম্মেলন। উৎসব কর্তৃপক্ষ জানিয়েছেন, সংবাদ সম্মেলনে ‘ফাতিমা’ নিয়ে কথা বললেন নির্মাতা ধ্রুব হাসান ও ফারিণ। প্রদর্শনীতে দর্শকের সঙ্গে বসে ‘ফাতিমা’ দেখবেন তারা।

গেল বছর মুক্তি পাওয়া সিনেমাটি ইরানের গুরুত্বপূর্ণ ‘ফজর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’এও প্রদর্শীত হয়েছে। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে ফারিণকে, সঙ্গে আছেন ইয়াশ রোহান। এ ছাড়াও অভিনয় করেছেন পান্থ কানাই, তারিক আনাম খান, শাহেদ আলী সুজন।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।