ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

বিনোদন

বছরের শুরুতেই কোটিপতি হলেন ফারহান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
বছরের শুরুতেই কোটিপতি হলেন ফারহান মুশফিক আর ফারহান

শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠে দারুণ সময় পার করছেন ছোট পর্দার তারকা অভিনেতা মুশফিক আর ফারহান। আলাপচারিতার শুরুতে জানালেন, মোহাম্মদ তৌফিকুল ইসলামের পরিচালনায় তার অভিনীত ‘সুইট ফ্যামিলি’ নাটকটি বছরের প্রথমদিন মুক্তির পর দারুণ সাড়া ফেলেছে।

এই সাড়া দেখেই অভিনেতার ভাষ্য, গেল বছরের দেশের রাজনৈতিক পরিস্থির পর দর্শক আবার নাটকে ফিরেছেন।

সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে ‘সুইট ফ্যামিলি’ নাটকটি মুক্তির দুই সপ্তাহের এক কোটি ভিউয়ের রেকর্ড গড়েছে। বলা যায়, নতুন বছরের প্রথম নাটক হিসেবে নতুন আরেক রেকর্ড গড়লেন ফারহান-স্পর্শিয়ার।  

মুশফিক আর ফারহান বলেন, ৫ আগস্টের পর থেকে নাটক ইন্ডাস্ট্রি কাজের সংখ্যা কিছুটা কমে গিয়েছিল। তার কারণ আমার মনে হয়, দর্শক দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা চিন্তিত ছিলেন কমবেশি। সেই পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে, ইন্ডাস্ট্রিতে আবারও কাজের গতি ফিরে এসেছে। দর্শকরা আবারও নাটক দেখছেন। তাদের ভালোলাগা-খারাপ লাগা শেয়ার করেছেন। সবমিলিয়ে এমন সময়ে তাও নতুন বছরে শুরুতেই ‘সুইট ফ্যামিলি’ নাকটটি অল্প সময়ে ১ কোটি ভিউ অতিক্রম করেছে।

অভিনেতা আরও যুক্ত করেছেন, এটা সত্যি ভালোলার আমার জন্য। সামনে ভালোবাসা দিবসের কাজগুলো করার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছি দর্শকদের এই রেসপন্সের মাধ্যমে। আমি আমার ক্যারিয়ারের শুরু থেকে সবসময়ই কৃতজ্ঞতা প্রকাশ করে আসছি আমার নাটকের ভক্তদের। কারণ আমি তাদের কারণেই আজকের ফারহান হতে পেরেছি। তাদের ভালো লাগার কথা মাথায় রেখেই কিন্তু প্রতিটি নাটকের গল্প  নির্বাচন করি। এই নাটকটিও তেমন একটি কাজ আমার। আমি বেছে বেছে কাজ করার চেষ্টা করি কিন্তু যাই করি ঠিকঠাক করতে চাই, যেন আমার কাজটি দেখার সঙ্গে সঙ্গেই দর্শকের মধ্যে ভালো লাগায় রূপান্তর হয়।

মুশফিক আর ফারহান গল্পের প্রয়োজনে নিজেকে প্রতিনিয়ত ভাঙা-গড়ার মধ্যে রাখছেন। প্রতিটি নাটকে নিজেকে ভিন্ন রূপে উপস্থাপন করছেন। আর অনবদ্য অভিনয়ে কেড়ে নিচ্ছেন দর্শকের মন। কখনো সুইপার, কখনো বাকপ্রতিবন্ধী প্রেমিক আবার কখনো লেগুনা চালক, কখনো পিচাশ, কখনো ভালো হাজবেন্ড হয়ে পর্দা মাতাচ্ছেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।