ঢাকা, শুক্রবার, ৯ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

বিনোদন

ভিত্তিহীন খবরে কান দেবেন না, কেন বললেন মোনালি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
ভিত্তিহীন খবরে কান দেবেন না, কেন বললেন মোনালি? মোনালি ঠাকুর

কোচবিহারের দিনহাটায় মঙ্গলবার (২১ জানুয়ারি) গানের অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের। খবর ছড়িয়ে পড়ে, মঞ্চে গাইতে গাইতেই নাকি অসুস্থ বোধ করায় মাঝপথে অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

এরপরই শোনা যায়, গায়িকা নাকি কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দিনভর সামাজিকমাধ্যমে সেই খবরে সরগরম হতে থাকে। আসলে কী হয়েছিল বৃহস্পতিবার মোনালি ঠাকুর নিজেই জানালেন।

জানা গেছে, মঙ্গলবার বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মোনালিকে ছেড়ে দেওয়া হয়। এরপর তিনি হোটেলে ফিরে আসেন।

বুধবার বিকেলে সেকথা সংবাদমাধ্যমের কাছে জানিয়েছিলেন মোনালির বোন মেহুলি ঠাকুর। এবার গায়িকা নিজেই জানালেন, আমি মোটেই হাসপাতালে ভর্তি হইনি। আমার কোনও শ্বাসকষ্টও হয়নি। কোনও ভিত্তিহীন খবরে কান দেবেন না।

এদিকে তার অসুস্থতার খবরে অনুরাগীদের কপালে ভাঁজ পড়ে গিয়েছিল। স্বাভাবিকভাবেই মোনালির শারীরিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ছিলেন তারা।

এবার সকলকে আশ্বস্ত করেই মোনালি তার ইনস্টা স্টোরিতে লেখেন, আমি একটা বিষয় পরিষ্কার করে দিতে চাই যে, আমি মোটেই শ্বাসকষ্টে ভুগছি না। আর কোনও হাসপাতালেও ভর্তি ছিলাম না। এগুলো মিথ্যে রটনা।

কী ঘটেছিল আসলে? সেই বিষয়ে মোনালির মন্তব্য, আসলে ভাইরাল জ্বর হওয়ার পর আমি ঠিকঠাক বিশ্রাম নিতে পারিনি। যার ফলে আমার অসহ্য সাইনাস এবং মাইগ্রেনের ব্যথা শুরু হয়। বিমানে উঠেই অসুস্থ বোধ করা শুরু করেছিলাম।

সেই পোস্টেই মোনালি ঠাকুর জানালেন, তিনি বর্তমানে মুম্বাই রয়েছেন। সেখানেই তার চিকিৎসা চলছে এবং পুরোপুরি বিশ্রামে রয়েছেন তিনি।

গায়িকার কথায়, আমি সেরে উঠছি। আশা করি, খুব দ্রুত সুস্থ হয়ে উঠব। দয়া করে এই বিষয়টা নিয়ে আর জলঘোলা করবেন না! আরও অনেক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে কথা বলার মতো। আপনাদের সকলের এত উদ্বেগ, ভালোবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।

বাংলাদেশ সময়: ২১৩৮ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।