ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা আই এন্টারটেনমেন্ট লি. যৌথভাবে নির্মাণ করতে যাচ্ছেন নতুন সিনেমা তাণ্ডব। এবার সিনেমাটিতে অভিনয়ের জন্য যুক্ত হলেন ঢাকায় সিনেমার সুপারস্টার শাকিব খান।
এর আগে প্রতিযোগিতা প্রতিষ্ঠান দ্বয়ের ব্লকবাস্টার তুফান সিনেমায় দেখা গিয়েছিল দেশ সেরা এই নায়ককে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শাকিব খান আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এসময় তার সঙ্গে সুড়ঙ্গ ও তুফান সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল চুক্তিপত্র স্বাক্ষর করেন। এ সময় সিনেমাটির পরিচালক রায়হান রাফীও উপস্থিত ছিলেন।
নির্মাতা সূত্রে জানা গেছে, চলতি বছরের মার্চের শুরুতে শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে তাণ্ডব টিম এর। এটি মুক্তি পাবে আসন্ন ঈদুল আজহায়।
এদিকে গুঞ্জন চাউর হয়েছে, তাণ্ডব সিনেমায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। যার মধ্য দিয়ে প্রায় এক যুগ পর একসঙ্গে আবার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন শাকিব ও জয়া। ২০১৩ সালে ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ সিনেমায় অভিনয়ের পর বেশ সাড়া ফেলেছিলেন তারা।
আবার এও শোনা যাচ্ছে, তাণ্ডবে শুধু জয়াই নয়, সঙ্গে থাকবেন আরও একজন দেশি নায়িকা। তবে তার নাম এখনও চূড়ান্ত হয়নি। আইটেম গানেও চমক হিসেবে থাকবেন আরও এক চিত্রনায়িকা।
বাংলাদেশ সময়: ০১০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এনএটি/জেএইচ