আজ পয়লা ফাল্গুন একসঙ্গে বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ দিনটি উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুই সিনেমা।
‘জলে জ্বলে তারা’ নির্মিত হয়েছে সার্কাসকন্যা তারা ও হোসেন মাঝির গল্প নিয়ে। নদীর পাড়ে সার্কাস দলের হয়ে খেলা দেখায় তারা। একসময় তারার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে হোসেন মাঝির। শেষ পর্যন্ত কী হয় তাদের প্রেমের পরিণতি, তাই জানা যাবে সিনেমায়।
তারা ও হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন রাফিয়াত রশিদ মিথিলা ও এফ এস নাঈম। এই সিনেমা দিয়ে ১৫ বছর পর বড় পর্দায় ফিরছেন নাঈম। সিনেমাটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, আজাদ আবুল কালাম, মোস্তাফিজ নূর ইমরান, মনিরা মিঠু প্রমুখ। সরকারি অনুদানের সিনেমাটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
এদিকে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘ময়না’। সিনেমাটির চিত্রনাট্য তৈরি হয়েছে ময়না নামের এক নারীর সংগ্রামের কাহিনি নিয়ে। মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ।
সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজ রিপা। ময়না দিয়েই প্রথমবার নায়িকা হিসেবে বড় পর্দায় আসছেন রিপা। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আমান রেজা, কায়েস আরজু, আফফান মিতুল, আরেফিন জিলানী, সুব্রত, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১২০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এনএটি