প্রতি বছরই ভালোবাসা দিবসে নতুন গান নিয়ে হাজির হন সংগীতশিল্পী ফাহিম ইসলাম। ভক্তদের জন্য সুখবরও হলো এবারও ভালোবাসার দিনটিকে রাঙাতে এলেন তিনি।
ফাহিমের এবারের গানের শিরোনাম ‘আদুরে দিন’। এটির কথা লিখেছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত গীতিকবি রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত পরিচালনা করেছেন মিনহাজ জুয়েল। মিক্স-মাস্টারিং করেছেন আদিব কবির।
রাজধানীর বিভিন্ন মনোরম লোকেশন ও ইনডোরে শুটিং করে গানটির ভিডিওচিত্র নির্মাণ করা হয়েছে।
এতে মডেল হয়েছেন নয়ন সানি ও ফারিয়া। ডেডলাইন স্টুডিওস লিমিটেডের ব্যানারে ভিডিওচিত্রটি নির্মাণ করেছেন সৈকত রেজা।
গান-ভিডিওটি নিয়ে ফাহিম ইসলাম বলেন, ভালোবাসার মানুষটির জন্য সবাই নিজেদের সব আনন্দ-খুশি সাজিয়ে রাখেন। একের উপস্থিতি, স্পর্শ অন্যকে সুখী করে তোলে। দুজনের ভালোবাসার এমন মিষ্টি অনুভূতি নিয়েই গানটির গল্প। দর্শক-শ্রোতারা পছন্দ করলেই আমাদের চেষ্টা সার্থক হবে।
আজ ১৪ ফেব্রুয়ারি ইউটিউবে ডেডলাইন মিউজিক চ্যানেলে ‘আদুরে দিন’ উন্মুক্ত করা হবে।
বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
এনএটি