ঢাকা, বুধবার, ১৩ ফাল্গুন ১৪৩১, ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ শাবান ১৪৪৬

বিনোদন

মান্নাত রেখে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ! 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
মান্নাত রেখে ভাড়া বাড়িতে উঠছেন শাহরুখ! 

বলিউড বাদশা শাহরুখ খানের বাংলো মান্নাত মুম্বাইয়ে ঘুরতে যাওয়া পর্যটকদের অন্যতম আকর্ষণে পরিণত হয়েছে। বান্দ্রা এলাকার এই বাংলোটির বাইরে প্রতিদিন শত শত শাহরুখ-ভক্ত ভিড় করে।

২৫ বছরেরও বেশি সময় ধরে অভিনেতা এবং তার পরিবার এই বাড়িতে থাকেন।

এবার জানা গেল, চলতি বছরের শেষ দিকে তারা এই বাংলো ছেড়ে একটি অ্যাপার্টমেন্ট থাকতে যাবেন! শুনতে খুব অবাক লাগলেও এটাই সত্যি।

এ বিষয়ে আরও জানা গেছে,তাদের বাংলোটিতে বেশ কিছু সংস্কারের কাজ হবে, আর তাই খান পরিবারকে কিছুদিন অন্য জায়গায় থাকতে হবে।

একটি সূত্রের বরাদে এইচটি জেনেছে যে, মান্নাত বেশ কিছুটা বড় করা হবে, আরও বেশ কয়েকটি ফ্লোর যোগ হবে। তার জন্য শাহরুখকে আদালতের থেকে অনুমতিও নিতে হয়েছিল। ইতোমধ্যেই কিছুটা কাজ শুরুও হয়ে গেছে। কিন্তু এরপর আরও ভারী কাজ হওয়ার কারণে পরিবারের সবাইকে নিয়ে শাহরুখের পক্ষে সেখানে থাকা সম্ভব হবে না। তাই তারা সেই সময়টুকুর জন্য অন্য জায়গায় থাকবেন।

শাহরুখ খানের নতুন ঠিকানা কোথায় হচ্ছে? এ বিষয়ে জানা গেছে, শাহরুখ খান, স্ত্রী গৌরী এবং সন্তান অর্থাৎ আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে বান্দ্রার পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের চার তলায় থাকবেন।

এইচটি-র এক প্রতিবেদন অনুসারে, শাহরুখ প্রযোজক বাসু ভাগনানির কাছ থেকে এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন। শাহরুখের রেড চিলিজ এন্টারটেইনমেন্ট বাসু ভাগনানির ছেলে জ্যাকি ভাগনানি এবং তার মেয়ে দীপশিখা দেশমুখের সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ।

সূত্রটির মাধ্যমে জানা যায়, অ্যাপার্টমেন্টের চার তলায় কেবল খান পরিবারই থাকবে না, তাদের নিরাপত্তাকর্মী এবং পরিচারকরাও থাকবে। এমনকী কিছু অফিসিয়াল কাজও সেখান থেকেই সামলাবেন গৌরী ও শাহরুখ।

সূত্রের কথায়, এটা ঠিক যে ওই ফ্ল্যাটটি মান্নাতের মতো অতটা বড় নয়, তবে সেখানে নিরাপত্তাকর্মী এবং অন্যান্য কর্মীদের থাকার জন্য পর্যাপ্ত জায়গা রয়েছে। এই ফ্ল্যাটের জন্য প্রতি মাসে ২৪ লাখ টাকা করে ভাড়া দিতে হবে খান পরিবারকে।

সূত্রের খবর অনুযায়ী, শাহরুখ এবং তার টিম অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তার এবং পরিবারের জন্য যথাযথ নিরাপত্তা এবং গোপনীয়তা জন্য ইতোমধ্যেই কাজ শুরু করেছে। তবে খান পরিবার সেখানে কতদিন থাকার পরিকল্পনা করছে তা স্পষ্ট নয়। তবে মান্নাতের সংস্কার সম্পূর্ণ হতে দুই বছরের মতো সময় লাগতে পারে।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।