ঢাকা, সোমবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রস্তুত মঞ্চ, কিছুক্ষণ পরেই শুরু ‘রিদম অব ইউথ’ কনসার্ট

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
প্রস্তুত মঞ্চ, কিছুক্ষণ পরেই শুরু ‘রিদম অব ইউথ’ কনসার্ট

বসুন্ধরা টগি ক্লাব মাঠে দুপুর তিনটে নাগাদ শুরু হতে যাচ্ছে রিদম অব ইউথ’ শিরোনামের একটি উন্মুক্ত কনসার্ট। ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে আয়োজকরা৷ প্রস্তুত রয়েছে মঞ্চ, দর্শক আগমনও শুরু হয়েছে।

এখন অপেক্ষা শিল্পীরা মঞ্চে ওঠার৷ 

‘রিদম অব ইউথ’ শিরোনামের একটি উন্মুক্ত কনসার্টে গান শোনাবেন দেশের অন্যতম রকস্টার নগর বাউল জেমস। তিনিই কনসার্টের মূল আকর্ষণ।

জেমস ছাড়াও কনসার্টে অংশ নেবে আরও পাঁচটি ব্যান্ডদল। এদের মধ্যে রয়েছে আর্টসেল, শিরোনামহীন, এভয়েড রাফা, মেঘদল ও অ্যাঞ্জেল নুর অ্যান্ড ব্যান্ড।

কনসার্টি আয়োজনের প্রধান উদ্দেশ্য তরুণ সমাজকে সংগীত ও খেলাধুলার প্রতি আগ্রহী করা। যার জন্যই এমন ওপেন কনসার্টের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা মনে করছেন, এটি একটি স্মরণীয় কনসার্ট হয়ে থাকবে। ‘রিদম অব ইউথ’ উন্মুক্ত কনসার্টটি শুরু হবে দুপুর ৩টায়। চলবে মাঝ রাত পর্যন্ত।

বাংলাদেশ সময়: ১৩৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।