ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন পরিচয়ে তটিনী, দেবেন ‘ব্রেকিং নিউজ’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৪:৫২ পিএম, মার্চ ৭, ২০২৫
নতুন পরিচয়ে তটিনী, দেবেন ‘ব্রেকিং নিউজ’!

দেশের শোবিজের এই সময়ের অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। খুব অল্প সময়েই অভিনয় দক্ষতা আর স্নিগ্ধ হাসিতে সবার মন জয় করে নিয়েছেন তিনি।

এবার একেবারেই ভিন্নরূপে ধরা দেবেন এই অভিনেত্রী।  

জানা গেছে, টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক হিসেবে দেখা মিলবে তটিনীকে।

বেশ সিরিয়াস চরিত্র, অথচ মজার! এমন সম্মিলন সচরাচর ঘটে না। এমন ঘটনা নিয়ে আসছে ঈদে প্রচারে আসছে ‘ব্রেকিং নিউজ’। এতে তটিনীর সঙ্গে হাজির হবেন তৌসিফ মাহবুব। যাবে দেখা মিলবে শীর্ষসন্ত্রাসীর চরিত্রে।  

তাদের নিয়ে ইমরোজ শাওন নির্মাণ করেছেন ঈদ স্পেশাল নাটক ‘ব্রেকিং নিউজ’। গল্প ভাবনা নির্মাতার হলেও এটির চিত্রনাট্য লিখেছেন ইশতিয়াক আহমেদ।

নির্মাতা শাওন জানান, নাটকটির গল্প আগাবে শহরের শীর্ষসন্ত্রাসী ইফতি এবং ‘ক্রাইম ওয়াচ’ টিভি অনুষ্ঠানের সঞ্চালক-প্রতিবেদক মারিয়াকে ঘিরে। বলা যায়, সন্ত্রাসী ও সাংবাদিকের মধ্যকার টানাপোড়েন উঠে আসবে প্রেম ও পরাজয়ের মোড়কে। চরিত্র দুটিতে যথাক্রমে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও সাইয়ারা তটিনী।

তৌসিফ-তটিনী ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মুকিত জাকারিয়াসহ অনেকে। ঈদে সিএমভি’র ব্যানারে মুক্তি পাবে নাটকটি।  

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৫
এনএটি 

বাংলাদেশ সময়: ৪:৫২ পিএম, মার্চ ৭, ২০২৫
Nazmul Ahsan Talukder
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।