ঢাকা, রবিবার, ২৪ ফাল্গুন ১৪৩১, ০৯ মার্চ ২০২৫, ০৮ রমজান ১৪৪৬

বিনোদন

পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে কঙ্গনার বার্তা 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ৮, ২০২৫
পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে কঙ্গনার বার্তা  কঙ্গনা রানাউত

বলিউডের আলোচিত অভিনেত্রী কঙ্গনা রানাউত। সঙ্গী হয়েছে বহু বিতর্ক।

তবু দমে থাকেননি। বলিউডের প্রতিষ্ঠিত ‘স্টার সাম্রাজ্য’কে বারবার প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আবার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু করে বুঝিয়েছেন, পর্দার বাইরেও তিনি ‘মণিকর্নিকা’।

এবার নারী দিবসে কড়া বার্তা দিলেন এই সাংসদ-অভিনেত্রী। পুরুষতান্ত্রিক সমাজে থেকে নারীদের নিজের মতো করে পায়ের তলার মাটি শক্ত করা মন্ত্র দিলেন কঙ্গনা।

৮ মার্চ, নারী দিবস উপলক্ষে কঙ্গনা বললেন, নারী তুমি দেবী, একাই যথেষ্ট।

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এই আন্তর্জাতিক নারী দিবসে, আমি সকল নারীকে বলতে চাই, কারও অঙ্গুলিহেলনে বা কারও পরামর্শে পুরুষদের জুতায় তোমাদের পা গলানোর দরকার নেই। কিংবা অন্য মহিলার সঙ্গে প্রতিযোগিতার প্রয়োজন নেই। বাকি সবার মতো হওয়ারও দরকার নেই। তোমার অন্দরেই এক শক্তি বিরাজমান, যা তোমাকে নিজেকে আবিষ্কার করার জন্য এবং উন্মোচন করার জন্য অপেক্ষা করছে।

যোগ করে কঙ্গনা লেখেন, শুধু সেই শক্তির ওপর মনোযোগ দাও। আরও দয়ালু হও, কৌতূহলী হও। নিজেকে আরও বেশি করে প্রকাশ করো এবং একজন নারীর মতোই থাকো। মনে রেখো এই পৃথিবীর প্রত্যেকেই একজন নারীর ভালোবাসা এবং করুণা পেতে চায়।

সেই পোস্টেই কঙ্গনা আরও লেখেন, আরও বেশি করে ভালোবাসো, আরও বেশি দাও এবং কেবল একজন নারীর মতো হও। তুমি একজন দেবী, প্রত্যেকেরই তোমার প্রয়োজন এবং তুমিই যথেষ্ট। তুমিই সবকিছু।

নারী দিবস উপলক্ষে কঙ্গনার এই বার্তা অনেকের কাছেই যে অনুপ্রেরণা হয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না। তার এই বক্তব্যকে স্বতঃস্ফূর্তভাবে শুভেচ্ছা জানিয়েছে নেটিজেনরা।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।