ঢাকা, শনিবার, ৭ চৈত্র ১৪৩১, ২২ মার্চ ২০২৫, ২১ রমজান ১৪৪৬

বিনোদন

কণ্ঠশিল্পী হিসাবে সিয়াম ও হিমির আত্মপ্রকাশ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
কণ্ঠশিল্পী হিসাবে সিয়াম ও হিমির আত্মপ্রকাশ  সিয়াম আহমেদ এবং জান্নাতুল সুমাইয়া হিমি

এবারের ঈদ ইত্যাদিতে একটি গানে কণ্ঠ দিয়েছেন বড় পর্দার অভিনেতা সিয়াম আহমেদ এবং ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী জান্নাতুল সুমাইয়া হিমি। এই দুই শিল্পী একসঙ্গে কখনও অভিনয় না করলেও ইত্যাদিতে তারা একসঙ্গে গাইলেন রোমান্টিক গান।

উল্লেখ্য অভিনয়ে জনপ্রিয় সিয়াম ও হিমির টিভিতে গাওয়া এটিই প্রথম গান। বলা যায় এই গানটির মাধ্যমেই এই দুই অভিনয়শিল্পীর কণ্ঠশিল্পী হিসেবে আত্মপ্রকাশ ঘটলো।

গানটির কথা লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত করেছেন ইমরান মাহমুদুল। সিয়াম ও হিমির এই ব্যতিক্রমধর্মী গানটি চিত্রায়িত হয় চারিদিকে লেক ঘেরা একটি দৃষ্টিনন্দন ব্যতিক্রমী স্থানে।

প্রতি ঈদ ইত্যাদিতেই থাকে নতুন নতুন চমক। উপহার দেওয়া হয় বিভিন্ন অঙ্গনের শিল্পীদের ব্যতিক্রমী প্রতিভার। যেমন গত ঈদের ইত্যাদিতে বরেণ্য নির্মাতা হানিফ সংকেত ইত্যাদির মাধ্যমেই সংগীত শিল্পী হিসাবে উপহার দিয়েছিলেন অভিনয় তারকা তাসনিয়া ফারিণকে। তিনি তাহসানের সঙ্গে একটি দ্বৈত সংগীত পরিবেশন করেছিলেন। গানটি মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল।  

এবার ঈদ ইত্যাদিতে তিনি উপহার দিয়েছেন সিয়াম ও হিমিকে। দর্শকরা এতদিন শুধু তাদের অভিনয় করতেই দেখেছেন এবার ইত্যাদিতে দেখবেন সংগীত শিল্পী হিসেবে।  

প্রতিবারের মতো এবারও ঈদের বিশেষ ইত্যাদি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ঈদের পরদিন রাত আটটার বাংলা সংবাদের পর। ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

বাংলাদেশ সময়: ১৪৪৬ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।