কোক স্টুডিও বাংলা সিজন-১ এ বাউল সাধক ফকির লালন শাহ’র ‘সব লোকে কয়’ গেয়ে মন জয় করেছিলেন লোকশিল্পী কানিজ খন্দকার মিতু। বর্তমানে টিভি, স্টেজ শোর বাইরে মৌলিক গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
শুক্রবার (২১ মার্চ) সংগীতের এই তরুণ তুর্কির জন্মদিন। এদিন জীবনের ২৮ বসন্তে পা রাখলেন মিতু। তিনি জানান, দিনটি নিয়ে তেমন বিশেষ পরিকল্পনা নেই। ঘরোয়াভাবেই কাটছে দিনটি। পাশাপাশি ঈদ উপলক্ষে কাজের ব্যস্ততাও রয়েছে।
জন্মদিনে দোয়া চেয়ে এই গায়িকা বলেন, জন্মদিনে সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ আমাকে, আমার পরিবারের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন। আমি যেন আরও সুন্দর ও শ্রুতিমধুর গান শ্রোতা দর্শককে উপহার দিতে পারি।
১৯৯৭ সালের এই দিনে টাংগাইলের ভূঞাপুর থানার গোবিন্দাসী গ্রামে জন্ম নেন মিতু। শৈশব-কৈশর কেটেছে সেখানেই। বাবা কৃষক, মা গৃহিণী। তিন বোন, এক ভাইয়ের মাঝে মিতু দ্বিতীয়। ছোট বেলা থেকেই গানের প্রতি প্রবল আগ্রহ ছিল মিতুর।
তার গানের হাতেখড়ি হয়েছিল স্থানীয় ওস্তাদ সেলিম পারভেজের কাছে। এরপর দীর্ঘদিন তালিম নিয়েছেন ওস্তাদ গোলাম রাব্বানী রতনের কাছে। এছাড়াও বিভিন্ন ওস্তাদের কাছে গানের তালিম নিয়েছেন তিনি।
মিতু স্বপ্ন দেখতেন গান নিয়ে এগিয়ে যাওয়ার। তার স্বপ্ন পূরণের প্রথম ধাপটি শুরু হয় সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘মেঘে ঢাকা তারা’য় অংশ নিয়ে। ২০১১ আয়োজিত এটিএন বাংলায় প্রচারিত এই আয়োজনে প্রথম স্থান অর্জন করেছিলেন তিনি। তবে মিতু দেশব্যাপী পরিচিতি লাভ করেন কোক স্টুডিও বাংলায় গান গেয়ে।
সবশেষ তার গাওয়া প্রকাশিত গানের মধ্যে আলোচনায় ছিল ‘হাত পা অবশ লাগে’। গানটি লিখেছেন ‘ঘুড়ি তুমি কার আকাশে উড়ো’খ্যাত গায়ক লুৎফর হাসান। গানের মিউজিক করেছেন শাহরিয়ার আলম মারসেল এবং গানের ভিডিওর দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক শান সায়েক।
এদিকে, মিতুর গাওয়া বর্তমানে বেশ কয়েকটি গান মুক্তির প্রকাশের অপেক্ষায় রয়েছে। এর মধ্যে ডিজে রাহাতের পরিকল্পনা, তত্ত্বাবধান ও পরিচালনায় আক্কাস দেওয়ান ও সাধক হালিম বয়াতির দুটি গান। শান সায়েকের মিউজিক অ্যারেঞ্জম্যান্টে শিগগিরই ভিডিও আকারে প্রকাশ হবে গানগুলো। এছাড়া জুয়েল রানার কথা ও সাব্বির জামানের কম্পোজিশনে মিতুর একটি ইসলামি গান ঈদের আগেই মিউজিক আলফা থেকে প্রকাশ পাবে। এর বাইরে ঈদের পরপর বাংলা বাউল স্টুডিও থেকে একটি আসবে তার।
প্রসঙ্গত, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে সংগীত বিভাগ থেকে স্নাতক ও লোকগান বিভাগে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন মিতু। বর্তমানে রাজধানীর একটি স্কুল অ্যান্ড কলেজে গানের শিক্ষকতায়ও যুক্ত রয়েছেন তিনি।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
এনএটি