ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে খায়রুল ওয়াসীর ‘হাবুডুবু’ 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪১, মার্চ ২২, ২০২৫
ঈদে আসছে খায়রুল ওয়াসীর ‘হাবুডুবু’ 

ভালোবাসার কোন দিনক্ষণ নেই। নেই সময় অসময়।

তাই প্রেমে পরতে হয় বুঝে শুনে। না বুঝে অসময়ের প্রেমে পা দিলেই ঘটে বিপত্তি। জীবনের বাক বদলে যায় ভুল পথে। সারা জীবন ছলনার মায়াজালে বন্দি থাকতে হয়।

অসময়ের প্রেম নিয়ে এবার গান বাঁধলেন এই সময়ের আলোচিত কন্ঠশিল্পী খায়রুল ওয়াসী। গানের শিরোনাম ‘হাবুডুবু’। গানটিতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি এর গীত রচনা ও সুর তুলেছেন ওয়াসী নিজেই। সঙ্গীতায়োজন করেছেন মেহেদী বাপন। মিংক্স এবং মাস্টারিং করেছেন এম এ রহমান। ফারহান আহমেদ রাফাতের ভিডিও পরিচালনায় গানে মডেল হয়েছেন প্রনমী, জেরি এবং খায়রুল ওয়াসি।  

গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।  

নতুন এই গান নিয়ে খায়রুল ওয়াসী জানালেন, লাখো তরুণের মনের কথা আমি হাবুডুবু গানে তুলে ধরেছি। আমাদের জীবনে ঘটে যাওয়া প্রেম সংক্রান্ত ঘটনাগুলোর ধারাবাহিকতা পেয়েছে এই গানটিতে। আশা করছি গানটি সবার ভালো লাগবে।  

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, এবারের ঈদুল ফিতরের আয়োজনে ‘হাবুডুবু’ গানটির ভিডিও প্রকাশ পাবে তাদের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে দেশি ও আন্তর্জাতিক সব মিউজিক প্ল্যাটফর্মে।

বাংলাদেশ সময়: ১৫৪১ ঘণ্টা, মার্চ ২২, ২০২৫
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।