ঢাকা, সোমবার, ১৪ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ০০ জিলকদ ১৪৪৬

বিনোদন

সালমানের সিনেমা বয়কটের ডাক, বিতর্কে কমলো শো!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ৫:২৮ পিএম, এপ্রিল ২, ২০২৫
সালমানের সিনেমা বয়কটের ডাক, বিতর্কে কমলো শো!

মুক্তির আগে সালমান খান বলেছিলেন, ‘কোনওরকম বিতর্ক চাই না এবার। ’ কিন্তু বলিউডের ভাইজানের সেই প্রত্যাশায় জল! টিজার-ট্রেলারে ঝড় তুলে দিলেও সিনেমা মুক্তির পরই পড়তে হল চরম বিপাকে।

সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে কাঠগড়ায় পরিচালক এআর মুরুগাদোস।

সেই প্রেক্ষিতেই ‘সিকান্দার’ বয়কটের ডাক দিলেন মুম্বাইয়ের জনপ্রিয় মুসলিম সমাজকর্মী। তার দাবি, সালমানের সিনেমা ‘সিকান্দার’ আদতে ‘ইসলামোফোবিক’।

ঈদের আবহে মুক্তি দেওয়া হয়েছে ‘সিকান্দার’। স্বাভাবিকভাবেই ভাইজানের এবার প্রত্যাশার বেশিই ছিল। তবে গত তিন দিনে বক্স অফিসে সেভাবে প্রভাব ফেলতে পারেনি এই সিনেমা। বিশ্বের বক্স অফিসে ১০০ কোটির গণ্ডি পেরলেও ভারতে মোটে ৭৫ কোটি টাকা আয় করতে পেরেছে সালমানের সিনেমাটি।

এমন অবস্থায় মুম্বিইয়ের সমাজকর্মী তথা পেশায় আইনজীবী শেখ ফয়াজ আলম ‘সিকান্দার’র ওপর নিষেধাজ্ঞা জারি করার ডাক দিয়েছেন। তার কথায়, ‘সিকান্দার’ সিনেমাটি না দেখে বরং গাজার ত্রাণ তহবিলে সাহায্য করুন। কিংবা মুসলিমদের শিক্ষা, আইন, রাজনীতিতে অর্থ বিনিয়োগ করুন।

ওই সমাজকর্মীর সমস্যা আদতে মুরুগাদোসকে নিয়ে। আরও পরিষ্কার করে বললে, পরিচালকের বছরখানেক আগের সিনেমা ‘থুপাক্কি’ নিয়ে। সেই সিনেমাতে নাকি সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষ প্রদর্শন করেছেন মুরুগাদোস। আর সেই প্রসঙ্গ টেনেই এবার ‘সিকান্দার’ বয়কটের ডাক দিলেন তিনি।

শুধু তাই নয়, সালমানের সিনেমা বয়কটের ডাক দেওয়ার পাশাপাশি লোকসভায় ওয়াকফ সংশোধনী বিল পেশ করার প্রসঙ্গ উত্থাপন করে শেখ ফয়াজ আলম বলেন, এবার দেখার চিরাগ পাসওয়ান, নীতীশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর মতো নেতারা মুসলিম সম্প্রদায়কে সমর্থন করবেন নাকি মুখ ফিরিয়ে নেবেন।

এদিকে বিতর্কের জেরে ৩২ শতাংশ শো কমেছে ‘সিকান্দার’র। জানা গেছে, ভারতের বেশ কিছু শহরে চাহিদা না থাকায় কমিয়ে দেওয়া হয়েছে সালমানের সিনেমার শো। বক্স অফিসের অংক দেখেও ভাইজান ভক্তদের একাংশ হতাশ হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, এপ্রিল ০২, ২০২৫
এনএটি 

বাংলাদেশ সময়: ৫:২৮ পিএম, এপ্রিল ২, ২০২৫
Nazmul Ahsan Talukder
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।