ঢাকা, রবিবার, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ এপ্রিল ২০২৫, ১৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

শাহরুখের সিনেমায় অভিনয় করতে চাইলেন সানি দেওল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২৫
শাহরুখের সিনেমায় অভিনয় করতে চাইলেন সানি দেওল!

১৯৯৩ সালের কাল্ট থ্রিলার সিনেমা ‘ডর’। যেখানে খলনায়ক শাহরুখ খানের চরিত্রকে ‘হিরো’ বানিয়ে দেওয়ায় আপত্তি তোলেন সানি দেওল।

তার পর থেকে ষোলো বছর একে-অপরের সঙ্গে কথা বলেননি। তেইশের বক্স অফিস রিপোর্ট যদিও দুই তারকাকে কাছাকাছি এনে দিয়েছিল, এবার বন্ধুত্বের হাত বাড়িয়ে আরও একধাপ এগোলেন সানি। বুঝিয়ে দিলেন, বলিউডের খান-কাপুর সাম্রাজ্যে শাহরুখ খানের ওপরই ভরসা রাখেন তিনি।

সম্প্রতি তার আসন্ন সিনেমা ‘জাট’র প্রচারে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সানি দেওল। সেখানেই তাকে জিজ্ঞেস করা হয়, মাল্টি স্টারার সিনেমাতে কোন হিরোর সঙ্গে স্ক্রিন স্পেস শেয়ার করতে চান তিনি? তার জবাবেই সানি দেওল বলেন, এভাবে তো সিদ্ধান্ত নেওয়া যায় না। মানে, আমার ভালো লাগবে এরকম কোনও সিনেমাতে অভিনয় করার সুযোগ পেলে। শাহরুখের সঙ্গে একটাই সিনেমা করেছি। আরেকটি সিনেমাতে জুটি বাঁধতে পারলে মন্দ হবে না।

কথায় বলে, সময় সব তিক্ততা ভুলিয়ে দেয়। ২০২৩ সালে বক্স অফিসের নীরিখে শাহরুখ খান যদি ‘ফার্স্ট বয়’ হন, তাহলে ‘গদর ২’ উপহার দিয়ে সানি দেওল নিঃসন্দেহে ‘সেকেন্ড বয়’। সেই সিনেমা দেখে অতীতের সমস্ত মান-অভিমান মিটিয়ে সানি দেওলকে ফোন করেছিলেন বলিউড বাদশা। এমনকী সানির আমন্ত্রণে ‘গদর’র সাকসেস পার্টিতেও যোগ দিয়েছিলেন তিনি।

সে বছর বক্স অফিসে সালমান খান, রণবীর কাপুরদের রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিলেও শাহরুখের সঙ্গে পাঞ্জায় জিততে পারেনি ‘ঢাল কিলো কা হাত’! বরং বাদশার ‘পাঠান’র পর তেইশের বক্স অফিসে দ্বিতীয় স্থান অধিকার করতেই মান-অভিমান মিটিয়ে নিয়েছিলেন সানি দেওল। এবার প্রকাশ্যেই শাহরুখের সিনেমাতে ‘জুড়িদার’ হওয়ার ইচ্ছে প্রকাশ করলেন দেওল।

ষাট পেরিয়ে ‘গদর ২’র মাধ্যমে বলিউডে নতুন ইনিংস শুরু করেছেন সানি দেওল। ৪০ বছরের ক্যারিয়ারে তার এমন ‘ঢায় কিলো কা হাত’র কামাল আগে দেখেননি অনুরাগীরা। আর সেই সিনেমা হিট করতেই নিজের ‘দাম বাড়িয়ে’ রাজনীতির ময়দান থেকেও বাণপ্রস্থে গিয়েছেন অভিনেতা।

অন্যদিকে পাঁচ বছরের বিরতির পর ‘পাঠান’, ‘জাওয়ান’ উপহার দিয়ে বক্স অফিসে সুনামি তুলেছিলেন শাহরুখ খান। ষাটের সুপারস্টারের হাত ধরেই করোনার পর বলিউডের হাল ফিরেছে। এবার কোনও অ্যাকশন থ্রিলারের জন্য শাহরুখ-সানি জুটি বাঁধলে যে বক্স অফিস কাঁপবে, তা বলাই বাহুল্য।

প্রসঙ্গত, ‘ডর’ সিনেমার পর থেকেই শাহরুখ ও সানির মনোমালিন্য। ছবিতে দুই নায়ক থাকা সত্ত্বেও যাবতীয় প্রশংসা পেয়েছিলেন শাহরুখই। তাতেই নাকি বেজায় চটেছিলেন ধর্মেন্দ্রপুত্র। তারপর থেকে দু’জনকে একসঙ্গে আর কোনও সিনেমাতে দেখা যায়নি। অবশেষে মান-অভিমানের বরফ গলিয়ে অভিনয় করতে চাইছেন এক সিনেমায়।  

বাংলাদেশ সময়: ২১৩২ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।