বলিউড অভিনেতা সাইফ আলি খানকে ছুরিকাঘাত করার দায়ে অভিযুক্ত শরিফুল ইসলাম শেহজাদ জামিন পাননি। বুধবার (০৯ এপ্রিল) বান্দ্রা পুলিশ তার বিরুদ্ধে হাজার পাতার চার্জশিট দাখিল করে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে।
বান্দ্রা পুলিশের দাবি, সমস্ত তথ্য প্রমাণ বলছে সাইফ কাণ্ডে শরিফুল প্রত্যক্ষ ভাবে জড়িত।
চারদিন আগে শরিফুলের আইনজীবী অভিযুক্তের জামিন চেয়ে আবেদন করেছিলেন আদালতে। তার বিরোধিতা করে পুলিশ। প্রশাসনের আশঙ্কা, অভিযুক্ত জামিনে মুক্ত হলে সাক্ষী এবং আক্রান্ত পরিবারের ওপর প্রভাব বিস্তার করে মামলার ক্ষতি করতে পারেন।
আরও জানা গেছে, মুখাবয়বের পাশাপাশি আঙুলের ছাপ, অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হওয়া ছুরির বাকি অংশ, দোষী শনাক্তকরণ রিপোর্ট- সমস্তই নাকি মিলে গেছে। সেই তথ্যও তুলে ধরা হয়েছে চার্জশিটে।
সমস্ত সাক্ষ্য, তথ্য প্রমাণ বলছে, পুরো বিষয়টির সঙ্গে যুক্ত শরিফুল। সেই অনুযায়ী, চলতি বছরের ১৬ জানুয়ারি রাত ২টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি সাইফ আলি খানের বান্দ্রা পশ্চিমের বাড়িতে প্রবেশ করেন। এও জানা গিয়েছে, বাসভবনের ১১তলার শৌচাগার দিয়ে অভিনেতার ছোট ছেলে জাহাঙ্গীরের ঘরে প্রথম ঢোকেন তিনি। আক্রমণ করেন চার বছরের ছেলের আয়াকে। তার চিৎকারে সাইফ ছুটে যান ছেলের ঘরে। বাধা দেন অভিযুক্তকে। তখনই অভিনেতাকে হামলা করা হয়।
শুধু তাই নয়, শরিফুলের বিরুদ্ধে বৈধ নথিপত্র ছাড়াই বাংলাদেশ থেকে ভারতে ঢুকে বসবাসের অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০২৫
এনএটি