বাবা হতে যাচ্ছেন সালমান খানের ভাই, অভিনেতা-প্রযোজক আরবাজ খান! বলিউডে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়েছে বুধবার সকাল থেকে। কারণ, এদিন স্ত্রীর সঙ্গে মুম্বাইয়ের একটি হাসপাতালে দেখা গেছে তাকে।
২০২৩ সালের ডিসেম্বরে প্রেমিকা ও মেকআপ আর্টিস্ট শৌরা খানকে বিয়ে করেন আরবাজ। বিয়ের পর থেকে এই দম্পতি একাধিকবার সংবাদমাধ্যমের শিরোনামে এসেছেন। তবে বুধবার তাদের হাসপাতাল যাত্রা ঘিরেই ফের আলোচনায় এসেছেন এই জুটি।
প্রসূতিবিভাগে তাদের উপস্থিতি এবং শৌরার ঢিলেঢালা পোশাক দেখেই গুঞ্জন আরও জোরালো হয়। এদিন হাসপাতাল থেকে বেরনোর সময় ছবি তুলতে আসা ফটোগ্রাফারদের ক্যামেরা থেকে স্ত্রীর মুখ আড়াল করার চেষ্টা করেন আরবাজ। এমন পোশাক ও আচরণ বলিউডে অনেক সময় গর্ভাবস্থার ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়।
এর আগেও ঈদের পার্টিতে আরবাজকে স্ত্রী শৌরার প্রতি অতিরিক্ত যত্নবান ভূমিকায় দেখা গিয়েছিল। সেদিন থেকেই গুঞ্জনের শুরু। এবার হাসপাতালে তাদের একসঙ্গে দেখে সেই গুঞ্জন যেন আরও দৃঢ় হলো।
তবে এখনো পর্যন্ত আরবাজ বা শৌরা কেউই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। সামাজিকমাধ্যমেও এই বিষয়ে একদম চুপ তারা। তবে তাদের ভক্তদের আশা- খুব শিগগিরই সুখবর শোনাবেন এই দম্পতি।
অভিনেত্রী না হলেও, শৌরা সরাসরি যুক্ত গ্ল্যামার দুনিয়ার সঙ্গে। পেশায় তিনি একজন সফল মেকআপ আর্টিস্ট। ইতালীয় মডেল জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে সম্পর্ক ভাঙার পরই শৌরার সঙ্গে সম্পর্কে জড়ান আরবাজ। নিজেই জর্জিয়া সংবাদমাধ্যমে তাদের বিচ্ছেদের কথা জানিয়েছিলেন।
প্রসঙ্গত, নব্বইয়ের দশকে বলিউডে পা রাখার সময়েই অভিনেত্রী মালাইকা আরোরার প্রেমে পড়েন আরবাজ। ১৯৯৮ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একমাত্র ছেলে আরহান জন্ম নেয় ২০০২ সালে। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্যজীবন শেষ হয় ২০১৬ সালে। ২০১৭ সালে তাদের বিবাহবিচ্ছেদ আইনি স্বীকৃতি পায়।
বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৫
এনএটি