ঢাকা, বুধবার, ১০ বৈশাখ ১৪৩২, ২৩ এপ্রিল ২০২৫, ২৪ শাওয়াল ১৪৪৬

বিনোদন

আনন্দ কিংবা মানসিক উদ্বেগে কার সঙ্গ পেয়েছেন সোনম?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
আনন্দ কিংবা মানসিক উদ্বেগে কার সঙ্গ পেয়েছেন সোনম? সোনম কাপুর

অভিনয়ের বাইরে সোনম কাপুরের ভীষণ পছন্দের জিনিস বই। কাজের ফাঁকে সময় পেলেই বই পড়েন বলিউডের এই অভিনেত্রী।

জীবনে আনন্দে কিংবা মানসিক উদ্বেগ, বই সব সময় তাকে সঙ্গ দিয়েছে।

বইয়ের প্রতি ভালোবাসা প্রসঙ্গে সোনম বলেন, বই হল আমাদের সব থেকে ভালো বন্ধু। প্রতিদিন বই পড়লে যেমন কল্পনা শক্তি গড়ে ওঠে তেমন মনের মৌলিকতা দূর হয়। বই পড়ার অভ্যেস গড়ে উঠলে আপনার মন অনেক শান্ত হয়ে যায় এবং আপনি একজন চিন্তাশীল ভালো মানুষ হয়ে ওঠেন। ’

অভিনেত্রী জানান, বই পড়ার সময়টা তার কাছে স্বর্গ। জীবনে আনন্দে থাকুক বা মানসিক উদ্বেগ, বই সব সময় তাকে সঙ্গ দিয়েছে।

তিনি জানান, এই বইয়ের প্রতি ভালোবাসা গড়ে উঠেছে তার মা সুনিতা কাপুরের জন্য। সুনিতা কাপুর নিজেও একজন বই পাগল মানুষ। সময় পেলেই নিয়মিত বই পড়েন তিনি। ছোট থেকেই মাকে দেখে তাই সোনমের মধ্যে বই পড়ার আগ্রহ তৈরি হয়েছিল।

তবে শুধু মা নন, বাবা বলিউড অভিনেতা অনিল কাপুরও বই পড়তে ভীষণ ভালোবাসেন। তবে অনিল কাপুর বেশি পছন্দ করেন আত্মজীবনী মূলক বই পড়তে। মা এবং বাবাকে দেখেই সোনম, রিয়া এবং হর্ষবর্ধনের মধ্যে বই পড়ার প্রবণতা তৈরি হয়েছিল।  

বই পড়ার এই অভ্যাস এবার নিজের সন্তানের মধ্যেও তৈরি করার চেষ্টা করছেন সোনম। ছেএ বিষয়ে সোনম বলেন, আমাদের পারিবারিক রুটিনের একটি অংশ হল বই পড়া। আমি প্রত্যেকদিন কমপক্ষে দেড় ঘণ্টা আমার ছেলের সঙ্গে বই পড়ি। কল্পকাহিনী, নন ফিকশন, ছবির বই নিয়ে সময় কাটাই আমরা।

অভিনেত্রীর কথায়, আমার মনে হয়, বাচ্চারা যখন দেখে যে বাবা মা বই পড়ছে, তখন তাদের মধ্যেও বই নিয়ে আগ্রহ তৈরি হয়। ভালোবাসা তৈরি হয় বই নিয়ে। এই ভাবেই চেষ্টা করছি ছেলের মধ্যে বইয়ের প্রতি ভালোবাসা তৈরি করার।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০২৫
এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।