অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে ‘পুষ্পা ২’ খ্যাত নায়িকা শ্রীলীলার প্রেমের গুঞ্জনে সরগরম বলিউড। এমন আলোচনার মাঝেই বিয়ের আগেই সন্তানসুখ লাভ করেছেন শ্রীলীলা! নিজের কন্যাসন্তানের সঙ্গে পরিচয়ও করিয়ে দিয়েছেন অভিনেত্রী।
শ্রীলীলার এক পোস্ট থেকেই তার মা হওয়ার খবরের সূত্রপাত। যেখানে অভিনেত্রী শিশুকন্যার সঙ্গে ছবি দিয়ে লেখেন, ‘ঘরে আরও একজন নতুন অতিথি, আমার মনে তোমায় স্বাগত। ’
অভিনেত্রীর এই পোস্ট দেখে তাকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কিন্তু ঘটনা কী? জানা যায়, শ্রীলীলা আসলে ওই শিশুকন্যাকে দত্তক নিয়েছেন। এই অবশ্য প্রথম নয়। দুই বছর আগেও অনাথ আশ্রম থেকে দু’জন শিশুকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলেন তিনি।
এ বিষয়ে আরও জানা যায়, ২০২২ সালে এক অনাথ আশ্রমে গিয়েছিলেন শ্রীলীলা। সেখান থেকেই দু’জন শিশুকে দত্তক নেন তিনি। গুরু নামে এক পুত্রসন্তান এবং শোভিতা নামে এক শিশুকন্যার খোঁজ পান সেখান থেকে। দু’ জনেই বিশেষ ক্ষমতাসম্পন্ন শিশু।
এ প্রসঙ্গে শ্রীলীলা জানিয়েছিলেন, আসলে ওদের দেখে অনেক মায়া হয়েছিল। মনে হয়েছিল, দত্তক নিতে পারলে ওদের ভালো হবে। এমন অনুভূতি থেকেই গুরু এবং শোভিতাকে দত্তক নেন শ্রীলীলার। এবার এই অভিনেত্রীর পরিবারে যোগ হল আরেক সদস্য। অভিনেত্রীর এমন উদ্যোগ দেখে অনেকেই সামাজিকমাধ্যমে তার প্রশংসা করছেন।
এদিকে কার্তিক আরিয়ানের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতেও দেখা গিয়েছিল শ্রীলীলাকে। তাদের প্রেমের আলোচনার শুরু সেখান থেকেই। সামাজিকমাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা গেছে, কার্তিকের পরিবারের সবার সঙ্গে নাচের তালে পা মিলিয়েছেন শ্রীলীলা। সেই বিশেষ মুহূর্ত ক্যামেরায় ফ্রেমবন্দি করেছেন কার্তিক নিজেও।
অন্যদিতে সম্প্রতি উত্তরবঙ্গেও শুটিংয়ের মাঝে শ্রীলীলার সঙ্গে ছবি শেয়ার করেছিলেন কার্তিক। এর ক্যাপশনে অভিনেতা লিখেছিলেন, ‘তুমিই আমার জীবন। ’
প্রসঙ্গত, ২০০১ সালের যুক্তরাষ্ট্রের মিশিগানে জন্মগ্রহণ করেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীলীলা। সেখানে চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেন তিনি। ২০১৯ সালে ‘কিস’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রাখেন। তবে ২০২১ সালে ‘পেলি সানড়া ডি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন এই অভিনেত্রী। ‘পুষ্পা টু’ সিনেমার আইটেম গানে পারফর্ম করতে দেখা গেছে তাকে।
বাংলাদেশ সময়: ১৮:১৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০২৫
এনএটি