ভারতের সংগীতবিষয়ক প্রতিযোগিতা ‘ইন্ডিয়ান আইডল’র ১২তম সিজনে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন পবনদীপ রাজন ও অরুণিতা কাঞ্জিলাল। গ্র্যান্ড ফিনালেতে শ্রেষ্ঠত্বের মুকুট উঠে পবনদীপের মাথায়, কিন্তু জনপ্রিয়তার দিক দিয়ে বেশি এগিয়ে ছিলেন অরুণিতা।
বেশ কিছু পর্বে একসঙ্গে রোমান্টিক গান গেয়েছেন এই দুই প্রতিযোগী। মঞ্চের বাইরেও দু’জনের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। এ থেকেই তাদের প্রেমের গুঞ্জন ছড়িয়েছে বারবার। তবে একে অপরের ভালো বন্ধু বলেই দাবি করেছেন অরুণিতা ও পবনদীপ।
এবার সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে দিল্লির একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন পবনদীপ রাজন। সোমবার সন্ধ্যা সাতটা থেকে ছ’ঘণ্টার একটি অস্ত্রোপচার হয়েছে, জানিয়েছে গায়কের সহযোগী দল।
এক লিখিত বিবৃতিতে গায়কের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, তার শরীরের একাধিক হাড় ভেঙেছে। এ ছাড়াও, আঘাত রয়েছে। তিন-চার দিন পরে আরও একটি অস্ত্রোপচার হতে পারে। পুরোটাই নির্ভর করবে পবনদীপের শারীরিক অবস্থার ওপর।
এদিকে অরুণিতা ব্যস্ত গান রেকর্ডিংয়ে। তবে সংবাদমাধ্যমে তার হয়ে কথা বলেছেন এক সহায়ক। নামপ্রকাশে অনিচ্ছুক ওই সহায়কের কথায়, পবনদীপ কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তাই বাকিদের মতো অরুণিতাও সংবাদমাধ্যম থেকে প্রিয় বন্ধুর শারীরিক অবস্থার খবর নিচ্ছেন। রেকর্ডিংয়ে ব্যস্ত। তাই এখনও দেখতে যেতে পারেননি।
তিনি আরও যোগ করে বলেন, ব্যস্ততার মধ্যেই বন্ধুর জন্য প্রার্থনা করছেন অরুণিতা। পবনদীপ দ্রুত সুস্থ হয়ে উঠুন, এই তার কামনা।
এই মুহূর্তে তিনি পবনদীপের পরিবারের সদস্যদের বিরক্ত করতে চাইছেন না।
এনএটি