ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

বিনোদন

বউ বাড়ি ছাড়ার গুঞ্জনে যা বললেন শামীম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, মে ৯, ২০২৫
বউ বাড়ি ছাড়ার গুঞ্জনে যা বললেন শামীম

কয়েক দিন আগে অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে মারধর, গালিগালাজ, ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ তুলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া। শুধু তাই নয়, শুটিং সেটে মাদক সেবন করে তার সঙ্গে বাজে ব্যবহারের অভিযোগও করেন এই অভিনেত্রী।

এ ঘটনার পরই সংবাদ সম্মেলনে অভিযোগুলো ভিত্তিহীন বলে দাবি করেন শামীম। তারপর একাধিক অভিনেত্রী খারাপ ব্যবহার করার অভিযোগ জানিয়ে সামাজিকমাধ্যমে পোস্ট দিয়েছেন। সবকিছু মিলিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন শামীম।

শামীম বিয়ে করেছেন মাত্র এক মাস পেরিয়েছে। এর মধ্যে এমন নেতিবাচক পরিস্থিতি তৈরি হয়। ফলে শোবিজ অঙ্গনে গুঞ্জন উড়ছে, অভিমান করে বাবার বাড়ি চলে গেছেন শামীমের স্ত্রী। এ নিয়েও চলছে নানা ধরনের আলোচনা।    

এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন শামীম। এই অভিনয়শিল্পী বলেন, আমার স্ত্রী আমার সাথেই আছে। ভিউয়ের জন্য অসুস্থ নিউজ করবেন না। ভালো থাকবেন। বিয়ের পর মিডিয়া থেকে প্রাপ্য বিয়ের উপহার পেয়ে আমরা অনেক আনন্দিত। নিশ্চয়ই আল্লাহ সব জানেন, সব দেখেন।

শামীম হাসানের স্ত্রী আফসানা আক্তার অভিনয় জগতের কেউ নন। একটি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে পড়াশোনা করছেন। পরিচয়ের আট মাস পর গেল ৪ এপ্রিল বিয়ে করেন তারা। দুই পরিবারের সদস্যদের নিয়েই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।

এনএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।