ঢাকা, রবিবার, ২৭ আশ্বিন ১৪৩২, ১২ অক্টোবর ২০২৫, ১৯ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

ইসরায়েলের কোণঠাসা অবস্থা দেখে আনন্দিত মার্কিন তারকা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৩, জুন ২১, ২০২৫
ইসরায়েলের কোণঠাসা অবস্থা দেখে আনন্দিত মার্কিন তারকা

ইরানের হামলায় কোণঠাসা ইসরায়েলকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন মধ্যপ্রাচ্যের বহু দেশের মানুষ। বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইরাকসহ অনেক দেশের সাধারণ মানুষের মধ্যে দেখা যায় স্বস্তি আর আনন্দের বহিঃপ্রকাশ।

কেউ কেউ তো রাস্তায় নেমেই মেতে উঠেন উচ্ছ্বাসে। আবার কেউ তা প্রকাশ করেন সামাজিকমাধ্যমে।

এবার সেই তালিকায় যুক্ত হলেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় ইনফ্লুয়েন্সার ড্যান বিলজেরিয়ান।

সামাজিকমাধ্যম এক্স হ্যান্ডেলে এক পোস্টে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। তার ওই পোস্টে লেখা হয়, ইসরায়েলের ওপর ঝাঁপিয়ে পড়াটা আমার খুব ভালো লাগছে।  

নিজের পোস্টে ড্যান আরও যুক্ত করেন, এটা অনেকটা একটা লম্বা সিনেমা দেখার মতো। যেখানে একজন অসহায় মানুষদের উপর ঝাঁপিয়ে পড়ছে, আর শেষ পর্যন্ত তাকেই উল্টো মারধর করতে দেখার তৃপ্তি পাওয়া যাচ্ছে।

ড্যানিয়েল ব্র্যান্ডন বিলজেরিয়ান (ড্যান বিলজেরিয়ান) যুক্তরাষ্ট্রের নাগরিক। তিনি সামাজিকমাধ্যমে বিভিন্ন বিষয়ে মন্তব্য করার কারণে বেশ জনপ্রিয়। তিনি ব্যবসায়ী পল বিলজেরিয়ানের জ্যেষ্ঠ পুত্র এবং পোকার খেলোয়াড় এবং লেখক অ্যাডাম বিলজেরিয়ানের ভাই ।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।