বিরতি ভেঙে কনসার্টে ফিরেছে ব্ল্যাকপিঙ্ক। এর মাঝেই নতুন অ্যালবাম নিয়ে হাজির হচ্ছে বিশ্বখ্যাত কে-পপ গার্লগ্রুপ ব্ল্যাকপিঙ্ক।
ওয়াইজি এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে প্রকাশিত ভিডিও বার্তায় হিউক সুক আনুষ্ঠানিকভাবে জিসু, জেনি, রোজে ও লিসার নতুন অ্যালবাম প্রকাশের পরিকল্পনার কথা জানান।
আগে শোনা গিয়েছিল, টানা বিশ্বভ্রমণ কনসার্ট থেকে দুই মাসের বিরতিতে ব্ল্যাকপিঙ্ক নতুন গান রেকর্ডিং ও ভিডিও শুটের কাজে যুক্ত হবে।
সম্প্রতি ব্ল্যাকপিঙ্ক তাদের ডেডলাইন ওয়ার্ল্ড ট্যুরের ইউরোপীয় অংশ শেষ করেছে। এর আগে তারা দক্ষিণ কোরিয়া ও উত্তর আমেরিকায় কনসার্ট করেছে। তাদের পরবর্তী সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা হয়নি। তবে অনুমান করা হচ্ছে, গার্ল গ্রুপটি দেশে ফিরে নতুন গানের কাজে সময় দেবে।
এদিকে নভেম্বর নাগাদ অ্যালবাম প্রকাশের পর তারা আবার মঞ্চে ফিরবেন। ট্যুর শুরু হবে তাইওয়ানের কাওশিয়াং থেকে, এরপর আরও কিছু এশীয় শহরে কনসার্টে অংশ নেবে দলটি। পুরো ট্যুর শেষ হবে ২০২৬ সালের জানুয়ারিতে হংকং-এ দুই দিনের শো দিয়ে।
উল্লেখ্য, ব্ল্যাকপিঙ্কের সর্বশেষ প্রকাশিত গান ছিল ডিজিটাল সিঙ্গেল জাম্প। গানটি গত ১১ জুলাই মুক্তি পেয়েছে। তবে পূর্ণাঙ্গ অ্যালবাম হিসেবে তাদের শেষ কাজ ছিল দ্বিতীয় স্টুডিও অ্যালবাম ‘বর্ন পিঙ্ক’, এটি প্রকাশিত হয়েছিল ২০২২ সালের ১৬ সেপ্টেম্বর। সে হিসেবে তিন বছর দুই মাস পর অ্যালবাম আনছে গ্রুপটি।
বলে রাখা যায়, ২০১৬ সালের ৮ আগস্ট যাত্রা করে চার সদস্যের ব্ল্যাকপিঙ্ক। এ সময়ের মধ্যেই বহুভাষী পারফরম্যান্স দিয়ে দেশের সীমানা পেরিয়ে তারা যুক্ত হচ্ছে নানা দেশের নানা বয়সের ভক্তদের সঙ্গে। এই ব্যান্ডের ভক্তদের বলা হয় ‘ব্লিঙ্ক’।
এনএটি