ঢাকা, শুক্রবার, ৭ ভাদ্র ১৪৩২, ২২ আগস্ট ২০২৫, ২৭ সফর ১৪৪৭

বিনোদন

পারিশ্রমিকের ‘লিঙ্গবৈষম্য’ নিয়ে প্রশ্ন তুললেন কৃতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪৩, আগস্ট ২২, ২০২৫
পারিশ্রমিকের ‘লিঙ্গবৈষম্য’ নিয়ে প্রশ্ন তুললেন কৃতি

দীর্ঘদিন ধরে বলিউড ইন্ডাস্ট্রিতে চলতে থাকা ‘লিঙ্গবৈষম্য’ নিয়ে এবার সরব হলেন অভিনেত্রী কৃতি শ্যানন। এই নায়িকার প্রশ্ন তুলেন, ‘একই পরিমাণ কাজ করতে হলে, সমান বেতন হবে না কেন?’

সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে কৃতি বলেন, সব ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখেই বলছি, আমি বুঝি না যে কেন পারিশ্রমিকের এত তারতম্য হয়? কারণ, কিছু কিছু কাজের ক্ষেত্রে, আপনি পুরুষ না নারী, সেটা কোনো ব্যাপারই না।

পারিশ্রমিক সেক্ষেত্রে সমানই হওয়া উচিত। সিনেদুনিয়ার ক্ষেত্রেও এই আলোচনা আমরা দীর্ঘদিন ধরে করে চলেছি এবং বিশ্বাস করুন, অন্য যে কোনো মানুষের থেকে আমাদের খারাপ লাগে সবচেয়ে বেশি।

এই অভিনেত্রীর মতে, যদি নারীকেন্দ্রিক কোনো সিনেমাও তৈরি হয়, সেক্ষেত্রেও পুরুষকেন্দ্রিক সিনেমার থেকে কম বাজেট ধরা হয়। এর কারণ, প্রযোজকেরাও সন্দিহান যে ওই সিনেমা থেকে যথেষ্ট লাভ হবে কি না! 

কৃতির কথায়, আমার মনে হয় এটা একটা বৃত্তের মতো। যেখানে পুরুষকেন্দ্রিক সিনেমার তুলনায় কোনো নারীকেন্দ্রিক সিনেমা ভালো ব্যবসা করতে পারে না এবং তারপর ধরেই নেওয়া হয় যে এই কারণেই অভিনেত্রীর পারিশ্রমিক কম, অভিনেতার বেশি।

ধীরে ধীরে বিষয়ভিত্তিক জায়গা করে নিচ্ছে উল্লেখ করে নারীকেন্দ্রিক সিনেমার ক্ষেত্রে আরও ঝুঁকি নেওয়ার জন্য প্রযোজকদের আহবান করেন অভিনেত্রী। এ সময় তিনি গেল বছরে মুক্তি পাওয়া ‘ক্রু’ সিনেমার উদাহরণ টানেন। যেটি ১৫৭ কোটির ব্যবসা করেছিল। এর প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন কৃতি শ্যানন, কারিনা কাপুর খান ও টাবু।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।