ঢাকা, বৃহস্পতিবার, ৯ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বিনোদন

৪৭ বছর এফডিসিতে কাটিয়ে গ্রামে ফিরছেন খোরশেদ, দেওয়া হলো আনুষ্ঠানিক বিদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০০, সেপ্টেম্বর ২৪, ২০২৫
৪৭ বছর এফডিসিতে কাটিয়ে গ্রামে ফিরছেন খোরশেদ, দেওয়া হলো আনুষ্ঠানিক বিদায় এফডিসিতে মোহাম্মদ খোরশেদ আলমকে বিদায় সংবর্ধনা দেন সহকর্মী ও শিল্পীরা।

প্রায় পাঁচ দশক ধরে এফডিসির আঙিনা, ইট-কাঠ, আলোর সঙ্গে মিশে ছিলেন মোহাম্মদ খোরশেদ আলম। শিল্প নির্দেশকের সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।

তার হাতে প্রাণ পেয়েছে অসংখ্য সিনেমার দৃশ্য, উজ্জ্বল হয়েছে বহু তারকার সোনালি মুহূর্ত। কিন্তু সময়ের নিয়মে তিনি আজ বিদায়ের পথে। এফডিসির কোলাহল ছেড়ে ফিরে যাচ্ছেন গ্রামে।

জীবনের দীর্ঘ ৪৭ বছর এফডিসিকে উৎসর্গ করার পর বর্তমানে এই চলচ্চিত্রকর্মী শারীরিকভাবে অসুস্থ। এ সময় এসে তার পাশে দাঁড়িয়েছেন সহকর্মী ও শিল্পীরা।  

এ মানবিক উদ্যোগে এরই মধ্যে যুক্ত হয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, ফিল্ম ক্লাব, চিত্রনায়িকা রুমানা ইসলাম মুক্তি, ইয়ামিন হক ববি, চিত্রনায়ক জায়েদ খানসহ আরও অনেকে।

এদিকে খোরশেদ আলমকে নিজ বাড়ি চাঁদপুরের শাহরাস্তির ভবানীপুর ফেরত পাঠানোর উদ্যোগ নেন চলচ্চিত্র সাংবাদিকরা। সেই উদ্যোগের অংশ হিসেবে বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে এফডিসিতে তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। এই আয়োজনে তার হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়। যা দিয়ে তিনি যাতে জীবনের বাকি সময়টায় চলতে কোনো কর্মসংস্থানে ব্যয় করতে পারে।  

মোহাম্মদ খোরশেদ আলমের বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা ববি হক, রুমানা ইসলাম মুক্তি, দেলোয়ার জাহান ঝন্টু, কমল পাটেকার, মাহবুবুর রশিদ মুন্না, সনি রহমানসহ অনেকে।  

উল্লেখ্য, এ আয়োজনের নেপথ্যে ছিলেন চলচ্চিত্র সাংবাদিক মাজহার বাবু, আহমেদ তেপান্তর, রাহাত সাইফুল, রঞ্জু সরকার, এ এইচ মুরাদ, আসিফ আলম, রুহুল আমিন ভূঁইয়া, চলচ্চিত্র নির্মাতা গাজী মাহবুব ও সায়মন তারিক।

এর আগে এফডিসির ঝালমুড়ি বিক্রেতা প্রয়াত আব্দুল মান্নান মোল্লাকে একইভাবে বিদায় দেওয়া হয়েছিল।

এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।