ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সেন্সরে যাচ্ছে হ্যালো অমিত

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
সেন্সরে যাচ্ছে হ্যালো অমিত

দীর্ঘ বিরতীর পর অবশেষে সেন্সরে যাচ্ছে চলচ্চিত্র ‘হ্যালো অমিত’। আগামী সোমবার চলচ্চিত্রটি সেন্সর বোর্ডে জমা দেবেন বলে জানিয়েছেন পরিচালক।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন নওশীন ও হিল্লোল। চলচ্চিত্রে হিল্লোলের অভিষেক আগে ঘটলেও এ চলচ্চিত্রের মাধ্যমে নওশীনকে প্রথমবারের  মত বড় পর্দায় দেখা যাবে।

২০১১ সালের মাঝামাঝি সময়ে শুরু হয়েছিল চলচ্চিত্রটির কাজ। ছবিটি শেষ করতে এতটা সময় লাগার কারণ জানতে চাইলে পরিচালক শঙ্খ দাশগুপ্ত বলেন, ‘আমাদের দৃশ্য ধারণ পরবর্তী সময়টা বেশি লেগেছে। তাছাড়া অর্থের প্রবাহ সবসময় অনূকুলে ছিল না। সবকিছু গুছিয়ে এনেছি। সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পেলেই আগামী ফেব্রুয়ারিতে দর্শকদের সামনে নিয়ে আসব ছবিটি। ’

তবে নতুন বছরের শুরুতেই ছবিটির অডিও অ্যালবাম মুক্তি দেয়া হবে। চলচ্চিত্রটি মূলত একজন চলচ্চিত্র নির্মাতার জীবন যুদ্ধের ঘটনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

বাংলাদেশ সময় : ১৬৩০ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১২
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।