ঢাকা, বৃহস্পতিবার, ৪ পৌষ ১৪৩১, ১৯ ডিসেম্বর ২০২৪, ১৬ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জয় হিল্লোল ও হাসানের ‘থ্রি কমরেডস’

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জয় হিল্লোল ও হাসানের ‘থ্রি কমরেডস’

একুশে টেলিভিশনে শুরু হতে যাচ্ছে নতুন ধারাবাহিক নাটক‘ থ্রি কমরেডস’। শফিকুর রহমান শান্তুনুর রচনায় নাটকটি নির্মাণ করছেন দীপু হাজরা।

আর এ নাটকে থ্রি কমরেডসের ভূমিকায় অভিনয় করছেন শাহরিয়ার নাজিম জয়, হাসান মাসুদ, এবং হিল্লোল। এ নাটকে আরো অভিনয় করছেন অহনা, সীমানা, নওশীন, শামস সুমন, ফারজানা চুমকি, মাসুদ রানা মিঠু, সুমনা সোমা, সিরাজ হায়দার, তুষার মাহমুদ প্রমূখ।

পরিচালক বলেন ‘কমেডী ধাচের এ গল্পটি গড়ে উঠেছে একটি মেস বাড়িকে কেন্দ্র করে। এটি আমার প্রথম ধারাবাহিক তাই অনেকটা সাবধানেই কাজটি করবার চেষ্টা করছি যাতে দর্শক কিছুটা বিনোদন গ্রহণ করতে পারেন। `

আগামী ফেব্রুয়ারি থেকে নাটকটি একুশে টেলিভিশনে প্রচারের সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশ সময় : ১৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৩
জিআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।