বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস ‘দেবদাস’ অবলম্বনে নির্মিত ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড’র ছবি ‘দেবদাস’ মুক্তি পাচ্ছে ১৫ ফেব্রুয়ারি।
দেবদাস এর শুভ মুক্তি উপলক্ষে ১২ ফেব্রুয়ারি রাজধানীর বলাকা সিনেওয়ার্ল্ডে ছবিটির প্রিমিয়ার শো’র আয়োজন করা হয়।
প্রিমিয়ার শো’তে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর।
অনুষ্ঠানে ছবির পরিচালক চাষী নজরুল ইসলাম ও পরিবেশক প্রতিষ্ঠান আর্শীবাদ চলচ্চিত্রের কর্ণধার হাবিবুর রহমান খান শুভেচ্ছা বক্তব্য দেন।
অনুষ্ঠানে দেবদাস চলচ্চিত্রের কলাকুশলীদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আহমেদ শরীফ ও কে এস ফিরোজ। এরপর উপস্থিত দর্শকরা ছবিটি উপভোগ করেন।
দেবদাস এর চিত্রনাট্য ও পরিচালনা করেছেন খ্যাতিমান চিত্র পরিচালক চাষী নজরুল ইসলাম।
দেবদাস ছবিতে অভিনয় করেছেন শাকিব খান (দেবদাস), অপু বিশ্বাস (পার্বতী), মৌসুমী (চন্দ্রমুখী), শহীদুজ্জামান সেলিম (চুনিলাল) প্রমুখ।
জমিদার তনয় দেব ভালোবাসে তাদের বাড়ির আঙিনায় বেড়ে উঠা এক সাধারণ তরুণী পার্বতীকে। দেব পড়ালেখা জানা শিক্ষিত তরুণ। ভবিষ্যৎ জমিদার। সম্পর্কের মানদণ্ডে এ অসম্ভব। কিন্তু সমাজ যাই ভাবুক না কেন- বেপরোয়া দেব।
অন্যদিকে, অন্তর দহনে নিশ্চুপ পার্বতী। জীবনের প্রয়োজনেই পার্বতীকে একদিন চলে যেতে হয় অন্যের ঘরে। পাবর্তীকে ভুলতে দেব আসক্ত হয়ে পড়েন শরাবে। চুনিলালের মতো আস্থাভাজন বন্ধু ফেরাতে পারে না তাকে। এসময় দেবের জীবনে আসেন চন্দ্রমুখী। এভাবেই এগিয়ে চলে গল্প।
ছবিটি প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৩
এমকে/ সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর