ঢাকা, সোমবার, ১৩ মাঘ ১৪৩১, ২৭ জানুয়ারি ২০২৫, ২৬ রজব ১৪৪৬

বিনোদন

রবিবার নিস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার শো

বিনোদন প্রতিবেদক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, জুন ২৯, ২০১৩
রবিবার নিস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার শো

অনন্ত জলিল পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘নিঃস্বার্থ ভালবাসা’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে রবিবার। বসুন্ধরা সিটিতে বাংলালিংক ও স্টার সিনেপ্লেক্সের যৌথ আয়োজনে প্রিমিয়ার শোটি শুরু হবে সন্ধ্যা ৭টায়।



স্টার সিনেপ্লেক্সের থ্রি-ডি প্রেক্ষাগৃহে সম্পূর্ণ ডিজিটাল এবং সেভেন পয়েন্ট ওয়ান সাউন্ড সিস্টেমে নির্মিত ‘নিঃস্বার্থ ভালবাসা’র প্রিমিয়ার শো শুরুর পূর্বে এ উপলক্ষে একটি অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

আগামী ঈদুল ফিতর উপলক্ষে ‘নিঃস্বার্থ ভালবাসা’ মুক্তির প্রক্রিয়া চলছে। চলচ্চিত্রটি পরিচালনার পাশাপাশি কাহিনী ও সংলাপ এবং চলচ্চিত্রের নায়কের ভূমিকায়ও অভিনয় করেছেন অনন্ত জলিল।

‘নিঃস্বার্থ ভালবাসা’র অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন বর্ষা, সুচরিতা, মিশা সওদাগর, কাবিলা, ইলিয়াস কোবরা ও নায়ক রাজ রাজ্জাক।

বাংলাদেশ সময়ঃ ১৯৩৫ ঘণ্টা, ২৯ জুন, ২০১৩
এসএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।